স্বরচিত কবিতা ~"আলোর পথে" ||

in আমার বাংলা ব্লগ21 hours ago
আসসালামু আলাইকুম/আদাব
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "আলোর পথে "।

IMG_20241112_161501.jpg

কবিতার পিছনের গল্প

এই গদ্য কবিতার মূল ভাবনা এসেছে মানুষের জীবনযাত্রার বাস্তবতা থেকে। জীবন কখনোই সরল নয়; এটি প্রতিনিয়ত পরীক্ষার মধ্য দিয়ে যায়, যেখানে অন্ধকার, হতাশা ও সমস্যা যেন অবধারিত। কিন্তু, মানব প্রকৃতির এক অবিচলিত দিক হলো—আশা। আশা, বা "আলোর পথ" যে প্রতিকূলতার মাঝেও থাকে, তা আমাদের চালিত করে সামনে এগোতে। কবিতাটি সেই আলোকিত পথের প্রতি বিশ্বাসের একটি প্রকাশ। যখন অন্ধকার আমাদের চারপাশে ঘিরে ফেলে, তখন আলোর সেই ক্ষুদ্রতম রেখা আমাদের জীবনে নতুন দিক নির্দেশ করে।

এই কবিতার মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি, জীবনের সেই অদৃশ্য আলোকিত পথকে তুলে ধরতে, যা কষ্টের পরেও মানুষের মনোভাব ও উদ্যমকে সাহসী করে তোলে। "আলোর পথে" চলে যাওয়ার প্রেরণা আমাদের হৃদয়ে থাকে, এবং সেই পথ ধরে এগিয়ে যাওয়াটাই জীবনের প্রকৃত উদ্দেশ্য।

এটি একটি সংগ্রামের গল্প, যেখানে অন্ধকার এবং আলো একে অপরের পরিপূরক। আলো আমাদের দিশা দেখায়, আর অন্ধকার আমাদের শক্তি। কবিতাটি সেই দ্বন্দ্ব এবং তার পরিণতির কথা বলে, যেখানে শেষ পর্যন্ত আলোই জয়ী হয়।


IMG_20241110_233949.jpg

"আলোর পথে"
আল হিদায়াতুল শিপু

আমাদের জীবনের পথ যেন
এক অন্ধকার সড়ক, যেখানে থেমে থেমে আসে নানা বাঁধা, কষ্ট, হতাশা।
সেই সড়কের মাঝে কোথাও
কোনো আলোর রেখা ছিল না,
যতই আমরা চেষ্টা করেছি, সেই অন্ধকার ঘুচাতে।
তবে একদিন, হঠাৎ করে সেই অন্ধকারের প্রান্তে এক টুকরো আলো দেখা দিল।
ধীরে ধীরে সেই আলো আমাদের সামনে বড় হতে থাকল,
যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের পথে আলোর রেখা ছড়িয়ে দিল।

আলোর পথে চলতে শুরু করলাম আমরা।
মাঝে মাঝে মনে হত, যেন
অন্ধকার আমাদের পথ আটকে দিতে চাইছে,
কিন্তু আলো তখনো ছিল আমাদের সঙ্গে,
এক অটুট আশার প্রতীক হয়ে।
এই আলোর পথ কখনো সরল ছিল না,
কখনো গাঢ়, কখনো ফিকে, কিন্তু আলো ছিল।
যেমনটি জীবনের পথে, হতাশা থাকলেও, আশাও থাকে।

প্রত্যেকবার যখন আমরা পড়ে যাই,
আলোর একটি রেখা আমাদের তুলে নিয়ে যায় আবার নতুন করে হাঁটতে। প্রতিটি পদক্ষেপে যেন পৃথিবী, আকাশ, সব কিছু একটি নতুন দৃষ্টিভঙ্গিতে প্রকাশ পায়।
আলোর পথে চলতে চলতে আমরা বুঝতে পারি,
এই পৃথিবী, এই জীবন—সবই এক অসীম আশার প্রতীক। আলোর দিকে চলে যাওয়াই জীবনের প্রকৃত উদ্দেশ্য।

অন্ধকার কখনো থামাতে পারে না, যদি আলোর পথ আমাদের সঙ্গী হয়।


আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 hours ago 

জীবন চলার পথে বিভিন্ন রকম বাধা-বিপত্তি আসবে। আর এই বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদের জীবন। ঠিক তেমনি ছিল আপনার লেখা আজকের কবিতার অনুভূতি। অনেক সুন্দর হয়েছে কবিতার লাইনগুলো। ভালো লাগলো আবৃত্তি করে।

 21 hours ago 

আলোর পথে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 20 hours ago 

তোমার কবিতা অন্যরকম কথা বলে। কখনো লেখা ছেড়ো না। লিখতে লিখতে লেখা আরো ধারালো হয়ে যায় ঠিকই তবে লেখার বিষয়বস্তু এবং দর্শন ভেতর থেকে আসতে হয়। তা তোমার লেখনীতে আছে। চালিয়ে যাও।

 7 hours ago 

আপনার লেখা আলোর পথে কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে আপনার এই কবিতা সম্পূর্ণভাবে পড়তে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা টপিক আপনি এই কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে তুলে ধরেছেন। এটা দেখেই তো আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমাদের জীবনটা এত সহজ নয়। অনেক বাধা-বিপত্তি আসবে আমাদের জীবনে চলার পথে। আর সবকিছু নিয়ে ভালোভাবে এগিয়ে যেতে হবে। অনেক সুন্দর করে লিখেছেন।

 4 hours ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।