জেনারেল রাইটিং :- মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করব। পোস্টটি হচ্ছে আমার মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। আসলে মানুষের মন থাকে অনেক শক্তি ও মনোবল। যে মানুষের মন শক্ত থাকে এবং তার মনোবল ভালো থাকে। এবং কখনো অসুখ ও গ্রাস করতে পারে না। কারণ মনোবল শক্ত থাকলে তার কাছে শক্তি থাকে। কারণ মনোবল এমন একটি জিনিস যে নিজের শরীরের শক্তি বা নিজের মাথার বুদ্ধিও বাড়িয়ে দেয়। অনেক মানুষ দেখা যায় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। কারণ তার মনোবল আছে এবং সেই যে কোন কাজ করতে পারবে এই বিদায়।
যে মানুষের মনোবল থাকে না তখন ওই মানুষের মৃত্যু হয়। কারণ একটি মানুষ যখন মনোবল চলে যায় তখন তাকে মরণ গাইল করে। কারণ ওই সময় ওই লোকটি বলে আমি আর বাঁচবো না। এবং তার মনোবল নষ্ট হয়ে গেছে এই কারণে মৃত্যু ও তার কাছে আসবে। কারণ লোকটি জানে তার জীবনের আয়ু শেষ মনোবল কমিয়ে গেল। আর মানুষের মন ক্লান্ত হলেই তখন সে বুঝে তার গায়ে শক্তি এবং মাথায় বুদ্ধি একদম চলে গেল। মানুষের মনোবল যদি শক্ত থাকে যে কোন কাজ করতে পারে। বলতে গেলে মনো বল এর কারণে মানুষের গায়ে শক্তি পাওয়া যায়। যে মানুষের মন ক্লান্ত সেই কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এবং সে মনে করে তার জীবনে আর কিছুই নেই। তখন তার মৃত্যু হয়।
আসলে প্রত্যেক মানুষের মনের ভিতর একটি মন থাকে। ওই মন যদি শক্ত থাকে তাহলে শক্তিও পাওয়া যায়। যে মানুষের মন বল দুর্বল ওই মানুষ আসা হারিয়ে ফেলে। আর মনোবল যদি শক্ত থাকে তাহলে অনেক কিছু করতে পারে। আর প্রত্যেক মানুষের মন এর ভিতরে সবকিছু জানা যায়। ধরেন আপনার মনের ভিতরে কি আছে মনোবল তা বুঝতে পারবেন। তখন আপনার মনও বলবে আপনার শরীরের অবস্থা। একজন মানুষ যখন অসুস্থ হয় তখন তার মনে জানা যায় তার শরীরের কি খবর। অনেক সময় অনেক লোকে দেখা যায় বলে আমার মন বলতেছে আমি বাঁচবো না। কারণ তার মন থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। এই কারণে তার মন দুর্বল হয়ে গেল। মানুষের মন যখন ক্লান্ত হয় তখন মানুষের মৃত্যু হয়।
মানুষের মন ক্লান্ত হলে তার কাছে আর কিছুই ভালো লাগে না। কারণ মনের মধ্যে মানুষের শক্তি থাকে। যখন একটি মানুষ সুস্থ থাকে তার মনও ভালো থাকে। একজন লোক যখন অসুস্থ হয় তার মন দুর্বল হয়ে যায়। তখন তার মন থেকে জানা যায় সেই এই পৃথিবী থেকে চলে যাবে। এবং সেই সময় সেই বারবার বলে আমি আর বাঁচবো না। এতে করে মৃত্যু ও তার কাছে চলে আসে। প্রত্যেক মানুষের শরীর এবং কথা দিয়ে বিচার করা যায় না মানুষের ভিতরে কি আছে। মন দিয়ে বোঝানো যায় তার শরীরের কি আছে। মানুষের মধ্যে বড় এবং ছোট আছে। তবে প্রত্যেক মানুষের ভিতরে সুন্দর একটা মন থাকে। যখন একটি মানুষ মন শক্ত থাকে তখন রোগ বা কোন সমস্যা তাকে ঘায়েল করতে পারে না।
আর যখন মন দুর্বল বা ক্লান্ত হয়ে যায় তখন মরণ তার কাছে চলে আসে। আসলে মনের মধ্যে মানুষের শক্তি পাওয়া যায়। অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছে মনের বলে অনেক ধরনের কাজ করে ফেলে। আবার দেখা যাক কিছু মানুষ মন দুর্বল বা ক্লান্ত তখন সেই কাজ করতে পারে না। তখন তার মনে শক্তি হারিয়ে ফেলে। আসলে মনের মধ্যে শক্তি থাকা প্রত্যেক মানুষের দরকার। মনের মধ্যে যখন বল থাকে তখন তার শরীরে এনার্জি থাকে। যে মানুষের মন ক্লান্ত সেই মানুষের জীবনের আয়ু কম। মানুষের জীবনের আয়ু যখন কমে যায় তখন মন দুর্বল হয়ে পড়ে। ক্লান্ত অবস্থা মানুষ এই পৃথিবী থেকে চলে যায়। আশা করি আমার এই টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1872902736427250154?t=EA51ENh8wsnldcIBfV1lrg&s=19
ঠিক বলছেন আপু মানুষের মনের শক্তিই বড়।মনের জোর বড় জোর তাই মন যদি ক্লান্ত হয়ে যায় তাহলে আসলেই মানুষের ব্যাক্তিত্ব বলে কিছু থাকে না যার ফলে তার মৃত্যু হয়।আপনার কথাগুলোর মধ্যে শিক্ষনীয় আছে অনেক কিছু।
আপনিও ঠিক বলেছেন এইরকম মৃত্যুর কখনো কেউ আশা করেনা
একদম সত্যি আপু মনই মানুষের শক্তি।মনে চঞ্চলতা থাকলে মানুষ অনেক কাজ ই করে নিতে পারে।কিন্তু মন দুর্বল হয়ে গেলে মানুষ নির্জীব হয়ে পরে।কোন কাজ ই তখন করতে পারে না।এই বিষয়টি সুন্দর ভাবে তুলে ধরেছেন লেখার মধ্যে দিয়ে।
মানুষের শক্তি এত বড় যেটা কেউ কখনো চিন্তাও করতে পারে না
আপনার এই কথার সাথে আমি নিজেও পুরোপুরিভাবে একমত। যেদিন মানুষের মন ক্লান্ত হয় সেদিনই মানুষের মৃত্যু হয় এটা একদম ঠিক বলেছেন। আর আমাদের কে অবশ্যই নিজের মনকে শক্ত রাখতে হবে। তবেই তো আমরা অনেক লড়াই করতে পারব নিজের জীবনে।
আপনার কথাগুলো পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ
আপনার পোষ্টের সাথে আমি একমত। কারণ মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। কারণ মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন সেই অনুমান করতে পারে সেই এই পৃথিবী থেকে চলে যাবে। আর যে মানুষের মনে শক্ত মনোবল থাকে সেই পৃথিবীতে বেঁচে থাকে। শিক্ষণীয় একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে বেঁচে থাকতেও মৃত্যুর স্বাদ দেখায়
আপনার পোস্ট টা একেবারে আমার সাইকোলজিতে গিয়ে আঘাত করেছেন। সত্যি মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিন তার মৃত্যু হয়। হ্যা মানুষ টা পৃথিবীতে থাকে বেঁচে থাকে কিন্তু মারা যায় তার সত্ত্বাটা অনূভুতি টা। অসাধারণ লিখেছেন আপনি। চমৎকার লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আমাদের সবার উচিত পৃথিবীতে বেঁচে থাকতে হলে লড়াই করে বেঁচে থাকা
কথায় আছে মনের জোড় যতদিন বেঁচে থাকবেন ততদিন। একদম ঠিক বলেছেন আপু মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিন মানুষের মৃত্যু হয়। তাইতো যে কোনো সমস্যা আসলে নিজের মনকে শক্ত করতে হবে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশি ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে