জেনারেল রাইটিং :- যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। আমরা নদী বলতে অনেক ধরনের নদীকে বুঝি। বড় ছোট এবং মাঝারি। তবে যে নদীর গভীরতা অনেক বেশি। সে নদীর পানির কেমন কোন শব্দ নেই। কারণ নদীর গভীরতার মাঝে কোন শব্দ খুজে পাওয়া যায় না। যে নদীর গভীরতা খুব কম ঐ নদীর শব্দ বেশি হয়। পানি এবং বাতাস অনেক শব্দ করে। তবে নদীর গভীরতা বলে অনেক কিছুকে বোঝানো হয়েছে।
যেমন ধরেন একজন শিক্ষিত লোকের শিক্ষার আওয়াজ খুবই কম। কারণ সেই জ্ঞানী তার কথাবার্তা থেকে অনেক কিছু বোঝানো যায়। আর সেই তেমন বেশি কথা বলে না। এখানে নদীর গভীরতা দিয়ে শিক্ষিকাকে বুঝানো হয়েছে। আর একজন অর্ধশিক্ষিত লোকের কথা হয় জোরে। সে মনে করে বড় করে কথা বললে তাহলে সবাই তাকে ভালো বলবে। তবে তার কথার কারণে সে মানুষের কাছে কতটুকু দামি সে নিজেই বুঝতে পারে। কারণ শিক্ষিত লোক খুব কম কথা বলে। আর তাদের একেকটা কথার দামও অনেক। আর অর্ধশিক্ষিত লোকগুলো নিজেকে বড় জ্ঞানী মনে করে।
তাদের কথার দাম খুবই কম। কারণ তাদের শিক্ষার গভীরতা কম। অনেক সময় দেখা যায় জ্ঞানী লোক গুলো খুব কথা কম বলে। তাদের জ্ঞান ও নদীর গভীরতার মত। কারণ অনেক জ্ঞানী লোক তেমন আজেবাজে কথা বলে না। তাদের এক একটা কথার দাম অনেক। আর পক্ষান্তরে যারা জ্ঞানী না তারা অনেক ধরনের কথা বলে। এবং তারা মানুষকে উপদেশ দিতে দ্বিধাবোধ করে না। তাই নদীর গভীরতা দিয়ে এই জিনিস কেউ বোঝানো হয়েছে। তাই আমি মনে করি নদীর গভীরতা বেশি হলে সেটি উত্তম।
তাই বড় বড় নদী গুলোর গভীরতা থাকলে ওইখানে শব্দ খুবই কম হয়। এবং নদীর দু'পাশে মাটি ভাঙ্গা কম হয়। পক্ষান্তরে শিক্ষিত লোক গুলো কখনো কারো ক্ষতি করতে তেমন চায়না। তারা চেষ্টা করে কথা দিয়ে মানুষকে সমাধান দিতে। আর তারা কখনো কাউকে খারাপ পরামর্শ দেয় না। এই কারণে মানুষের মধ্যে তেমন সম্পর্ক নষ্ট হয় না। আর যাদের মধ্যে অল্প শিক্ষা তারা কিন্তু অনেক শব্দ করে। নিজেকে অনেক কিছু বোঝাতে চেষ্টা করে। যেমন ধরা যায় খালি কলসি মধ্যে যখন অর্ধেক পানি থাকে তখন ওই কলসির মধ্যে শব্দ হয়। আর যে কলসির মধ্যে পানি বেশি থাকে ওই পানির শব্দ নেই।
তাই আমি মনে করি যে কোন কিছুর গভীরতা বেশি থাকলে ওই জিনিসের শব্দ বা খারাপ ফল তেমন নেই। যদিও এখন মানুষের ক্ষেত্রেও অনেক ধরনের রূপ দেখা যায়। তাই আমি মনে করি যে কোন কিছুর গভীরতা দিয়ে বিচার করা যায়। যেটি ভালো মানুষ এবং খারাপ মানুষকে দিয়ে ও গভীরতা ও মূল্যায়ন করা যেতে পারে। একজন জ্ঞানী লোক সে মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে। আর একজন বিবেকহীন লোক মানুষকে টেনশনে রাখার চেষ্টা করে। তাই মানুষ বিবেক আবেগ সবকিছু গভীরতা দিয়ে বিচার করে। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1859487944744239488?t=G8qQyufDtJLqjvnQnIoG3Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব সুন্দর ভাবে বিষয়টা ব্যাখ্যা করলেন তো। মানুষের জীবনের সঙ্গে রিলেট করে দারুণভাবে বিষয়টি বুঝিয়ে দিলেন। গভীর নদীর আসলেই কোন শব্দ নেই। আর যে কম তার দাপাদাপি বেশি। মানুষের জীবনেও ঠিক তেমনটিই হয়। আপনার ব্লগের এই প্রসঙ্গটি আমার ভালো লাগলো।
ঠিক বলেছেন কিছু কিছু বিষয় এভাবে বর্ণনা দিয়ে শেয়ার করতে নিজের কাছেও বেশ ভালো লাগে
আপু আপনি আজ বিষয়টি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সুন্দর কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। জ্ঞানী লোকেরা খুব সুন্দর ভাবে যেকোনো বিষয় বুঝিয়ে দিতে পারেন।কিন্তু একজন বিবেকহীন মানুষ তেমনটা পারেন না।
আমাদের চারপাশের মানুষগুলোর কথা চিন্তা করলেই আমরা বুঝতে পারি কে কেমন
কথাই বলে গভীর জলের মাছ কখনো উপরে আসেনা। আর অল্প পানির মাছ সব সময় উপরে বসে। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে যে জ্ঞানি মানুষ কখনো চটরপটর করে না। আপনি এত সুন্দর একটি টপিকস নিয়ে অনেক সুন্দর করে কথাগুলো শেয়ার করলেন। আপনার লেখাগুলো পড়ে অনেক কিছু জানতে পেরেছি। অনেক কিছু শিখতে পেরেছি ভালো লাগলো।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
আজকে আপনি সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। তবে এটি ঠিক যে নদীর পানি গভীরতা বেশি সেই নদীর শব্দ নেই বললেই চলে। যেমন দেখা যায় অল্প পানির মাছ বেশি লাফায়। আর বেশি পানির মাছ কোন আওয়াজ নেই। আর কিছু মানুষও আছে লাফালাফি বেশি করে। সুন্দর একটি টপিক পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
পার্বতী থেকে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব আজকেই টপিক আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম