ছোটবেলায় এরকম ঘূর্ণিগুলো কতই না তৈরি করতাম। আজকে আপনার ঘূর্ণি তৈরি দেখে খুব মনে পড়তেছে সেদিন গুলোর কথা। একদিন আমি তো আমার একটি বন্ধুর মাথা ফাটিয়ে দিয়েছিলাম এই ঘূর্ণির জন্য। আমি একটি সুন্দর ঘূর্ণি কাগজ দিয়ে তৈরি করেছিলাম। ছোটবেলার সেই বন্ধু আমার কাছ থেকে ঘূর্ণিটা কেড়ে নিয়ে যেতে চাইতো ছিল। তাই ইট দিয়ে মাথায় বাড়ি মেরে ছিলাম তাকে। আম্মু তো এটার জন্য একটা মাইর দিয়েছিল। আজকে আপনার ঘূর্ণি তৈরি টা দেখে খুব হাসলাম অনেকক্ষণ পর্যন্ত ছোটবেলার স্মৃতিগুলো মনে করে। আমার কাছে খুব ভালো লাগলো আপনার ঘূর্ণি তৈরি।