রকি ভাই এবং তার ওয়াইফ সোনিয়া আপু ফেনী থেকে আপনাদের ওইখানে গেলেন। আর আমাদের এই প্লাটফর্ম থেকে একজনের সাথে একজনের পরিচয় এবং রক্তের সম্পর্ক চেয়ে সম্পর্ক আরো গভীর হলো। এবং আপুর হাতে পেইন্টিং করা নৌকার পেইন্টিং টি আপনি গিফট পেলেন। আর আপুর পেইন্টিং গুলো অসাধারণ হয়। নিশ্চয়ই গিফট পেয়ে অনেক খুশি হয়েছেন ভাই। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।