বরশি দিয়ে মাছ ধরার ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ4 days ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ০১ লা জানুয়ারি, ২০২৫ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20240812_140456_4.jpg



সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় বন্ধুগণ নতুন বছরের প্রথম দিন থেকে নতুন উদ্যম ও শক্তি নিয়ে পুনরায় নিজ কাজে ফিরে আসলাম। যাহোক, আজকে আমি আপনাদের নিকট শেয়ার করছি বরশি দিয়ে মাছ ধরার সুন্দর একটি ভিডিও। সুপ্রিয় বন্ধুগণ, গত কয়েকদিন আগে আমাদের মাঠের পুকুর থেকে বরশি দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। আমার সঙ্গে মাছ ধরতে গিয়েছিলাম আমার একমাত্র ছেলে রাজ বাবু। বরশি দিয়ে মাছ ধরার সময় আমার ছেলে আনন্দিত হয়েছিল।



যাহোক, বরশি দিয়ে মাছ ধরার জন্য সঙ্গে নিয়ে গিয়েছিলাম গমের ময়দা। প্রথমে হালকা পানি দিয়ে গমের ময়দাগুলো ভালোভাবে ছেনে নিয়েছিলাম। তারপরে বরশির সাথে গমের ময়দা অল্প পরিমাণে গেছে পানিতে ফেলেছিলাম। পানিতে ফেলার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মাছ সেই গমের ময়দা খেতে শুরু করেছিল। আর সঙ্গে সঙ্গে বরশিতে মাছ বেঁধে গিয়েছিল। মাত্র অল্প সময়ের মধ্যেই অনেকগুলো মাছ বরশি দিয়ে ধরতে সক্ষম হয়েছিলাম।



বরশি দিয়ে মাছ ধরার দৃশ্যটি দেখার ভিডিও লিংক



বরশিতে এক একটি মাছ বাধার সঙ্গে সঙ্গে আমার ছেলে পাশ থেকে হাত তালি দিয়েছিল এবং আনন্দ প্রকাশ করেছিল। আসলে বরশি দিয়ে মাছ ধরার মজাই আলাদা। আর বরশি দিয়ে মাছ ধরার এই সুন্দর দৃশ্যটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি পুরো মুহূর্তটি ভিডিও করে রেখেছিলাম। যাহোক, আমি আশা করি আজকের ভিডিওগ্রাফির পোস্টটি পড়ে এবং ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লেগেছে।





আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 4 days ago 
 4 days ago 

আজকের কাজ সম্পন্ন।

Screenshot_20250101-190126.jpg

Screenshot_20250101-185603.jpg

Screenshot_20250101-184734.jpg

 4 days ago 

এক কথায় চমৎকার ভাই। অনেকদিন পর বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য দেখতে পেলাম। তবে পুকুরে পোষা মাছ হওয়ার কারণেই হয়তো বা খুব তাড়াতাড়ি করে উঠছিল। তেলাপিয়া মাছ আমার ভীষণ প্রিয়। যাইহোক সুন্দর একটি মুহূর্তকে উপহার দিয়েছেন আপনি আমাদেরকে ভিডিওগ্রাফির মাধ্যমে। ধন্যবাদ ভাই।

 4 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 days ago 

এই ধরনের দৃশ্য গুলো অনেকদিন দেখা হয় না। ছোটবেলায় গ্রামের বাড়িতে গেলে দেখা হতো। এখন আর সেভাবে এগুলো চোখে পড়ে না। যাইহোক আপনার ভিডিওগ্রাফি টা দেখে মনে হচ্ছিল এখন সামনাসামনি বসে দেখছি। বেশ ভালোই মাছ ধরেছেন। ভিডিওগ্রাফি টা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 4 days ago 

অনেক সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

অনেকদিন পর পরে বড়শী দিয়ে পাঙ্গাস মাছ ধরা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে বড়শী দিয়ে পাঙ্গাস মাছ ধরার ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বড়শী দিয়ে পাঙ্গাস ধরতে অনেক ভালো লাগে কারণ বেশিক্ষণ লাগে না অল্প সময়ের মাধ্যমে অনেকগুলো মাছ ধরা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।