লাইফ স্টাইল।। পরীক্ষার মাঝে ছুটিতে নতুন গাড়ি নিয়ে ঘোরাঘুরি।।

in আমার বাংলা ব্লগ28 days ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১১/০৭/২০২৪) রোজ: বৃহস্পতিবার।

IMG20240705111603.jpg

💞 শুভ বিকেল 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজ আমি @biplob89 অনেক ব্যস্ততার মাঝেও আমি আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা হলো লাইফ স্টাইল।। পরীক্ষার মাঝে ছুটিতে নতুন গাড়ি নিয়ে ঘোরাঘুরি।।

আপনারা জানেন আমি ইতিপূর্বে আমার এই ইন্টার ফাইনাল পরীক্ষা অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য আমি সাময়িক ছুটি নিয়েছি।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক‌।

IMG20240705120843.jpg

আসলে আপনারা জানেন বর্তমানে এখন এসএসসি বোর্ড পরীক্ষা শুরু হয়েছে। আমি একজন এই এইচএসসি পরীক্ষার্থী। আলহামদুলিল্লাহ পাঁচটা পরীক্ষা একে একে শেষ হলো। পরীক্ষাগুলো বেশ ভালোই হয়েছে। তবে সামনে এখনো আটটা পরীক্ষা বাকি রয়েছে। এদিকে প্রথম পরীক্ষা শুরু হওয়ার আগের দিন দেখছি বাসায় নতুন গাড়ি চলে এসেছে। এমন সময়ে কি আর করবো বলেন তো? আমি জানি আপনারা সবাই বলবেন ভালো করে পড়তে। কেননা এই বোর্ড পরীক্ষাগুলোর জন্য একটু ভালো করে পড়াশোনা করতে হয়। তবে ঐদিন ছিল ২৯ তারিখ রোজ শনিবার। এদিকে একদম বিকেলে ঠিক চারটার সময় গাড়ি বাসায় এলো। ওই মুহূর্তে আমি পড়ার টেবিলে বসে ছিলাম। গাড়ি যখন বাসায় আসলো তখন আমি আর নিজেকে ঠকিয়ে রাখতে পারছিলাম না। কিন্তু তারপরেও টেবিল থেকে আমি আর উঠলাম না। কেননা বারবার মনে জাগছে কালকে আমার প্রথম এক্সাম শুরু তাই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। যদিও গাড়ি দেখলে আমার মাথায় কাজ করে না। তাতে আবার নিজের গাড়ি বাসায় এসেছে তাও আমি সেই দিন গাড়িতে হাতিই দিলাম না। এরপরে পরীক্ষার মাঝে ছুটিতে গত শুক্রবারে ভেবেছিলাম গাড়ি নিয়ে একটু ঘুরতে যাব। কেননা পরীক্ষার কারণে গাড়িতে চড়া হচ্ছে না। এরপরে শুক্রবারে সকালে আমি গাড়ি হাতে নিলাম। আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন এই কয়দিনে গাড়ি ১৯৭ কিলোমিটার চড়া হয়েছে। ১৯৭ কিলোমিটারে আমি গাড়ি হাতে নিলাম। এরপরের সাথে আরো দুইজনকে নিয়ে ঘুরতে বের হলাম। মূলত পরীক্ষার জন্যই গাড়ি প্রথম দিন কিনে ছাড়া হয় নি। পরীক্ষার জন্য গাড়ি কিনতে আমি শোরুমেও যায়নি।

IMG20240705102815.jpg

এরপর বাসা থেকে গাড়ি বের করে রোডে নিয়ে এসে আমার সাথে যে ছিল তার সাথে একটা সেলফি ছবি তুলে নি। যেটা আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন।

IMG20240705110055.jpg

এবার আমরা তিনজন গাড়ি নিয়ে রওনা দিলাম বঙ্গবন্ধু কলেজ দেখার জন্য ‌ । তবে আমাদের এই দিকে মেন রোডে এখনো কাজ সম্পন্ন হয়নি। কারণ রাস্তা অনেক বড় করায় রাস্তার কাজ এখনো চলছে। অনেকদিন কোথাও যাওয়া হয়নি তাই ঐদিন গিয়ে দেখতে পেলাম রাস্তায় এখনো কাজ সম্পন্ন হয়নি। তবে রাস্তায় যে পরিমাণ ধুলা ছিল তাতে সত্যিই আমার কাছে খুবই খারাপ লেগেছিল। এমনকি ড্রাইভিং করতে বেশি একটু কষ্ট হয়েছিল। তবে তাতে কি হবে ছুটির দিন । আর নতুন গাড়ি একটু ঘুরতে তো হবেই। গাড়ি চলন্ত সময় উপরের ছবিটি আমার ফোনে ধারণ করা হয়।

IMG20240705110248.jpg

এরপরে আরো কিছুক্ষণ যেতে না যেতেই দেখলাম মাঝপথে রাস্তার কিছু অংশের কাজ সম্পন্ন হয়েছে। সত্যি নতুন রাস্তা পেয়ে বেশ ভালো লেগেছিল। এমনকি রাস্তা ভালো না হলে মোটরবাইকে ড্রাইভিং করে তেমন একটা ভালো লাগে না। আর এই রাস্তা গুলো এতটাই বড় হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে । তাতে যানবাহন চলাচলে কোনো বাধা সম্মুখীন হবে বলে আমার মনে হয় না।

IMG20240705111631.jpg

এরপরে আমরা পৌঁছে গেলাম সেই বঙ্গবন্ধু কলেজের স্থাপিত জায়গায়। যদিও কলেজ এখনো এখানে স্থাপিত হয়নি। তবে এই কলেজটি এখানে স্থাপিত হওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। এটা হচ্ছে মেহেরপুর জেলায় অবস্থিত। গ্রামের নাম হচ্ছে তিরেল। তবে এই কলেজের চারিপাশটা খুব সুন্দর করে মাত্র পাচির দিয়ে ঘেরা হয়েছে। সেই সাথে একটা ডেট ও তৈরি করা হয়েছে। এই কলেজটি যখন তৈরি হবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে। তো কলেজের গেটের সামনে মোটরসাইকেল স্ট্যান্ড করলাম।

IMG20240705110952.jpg

IMG20240705111443.jpg

IMG20240705111603.jpg

IMG20240705110813.jpg

সত্যি জায়গাটি দেখে আমার খুবই ভালো লাগলো। এমনকি এটা একদম মেইন রোডের পাশে । কলেজটি যখন সম্পূর্ণভাবে তৈরি হবে তখন দেখতে খুবই ভালো লাগবে। এই কলেজের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু কলেজ। আমাদের মেহেরপুর জেলায় যদি বড় কোন কলেজ হয় তাহলে এই কলেজ টা হবে। কলেজের কাজ এখনো শুরু হয়নি। তবে জায়গাটি স্থাপিত হয়েছে মাত্র। আশা করা যায় খুব অল্প কয়েক মাসের মধ্যেই এখানে কাজ শুরু হবে। তবেই সেখানে গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে খুবই ভালো লেগেছিল। তাই বেশ কয়েকটা ছবি আমি আমার ফোনে ধারণ করি। তাছাড়া এই পরীক্ষার জন্য অনেকদিন আগে থেকে কোথাও যাওয়া হয়নি তবে শুক্রবারের হয় গত শুক্রবারে ঘুরতে গিয়েছিলাম। আর নতুন গাড়ি সাথে বেশ ভালো লেগেছিল। এভাবে সেখানে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছিলাম।

IMG20240705111700.jpg

সর্বশেষে আমরা তিনজন মিলে একটা সেলফি ছবি তুলে নি। কোথাও ঘুরতে গেলে একা একা ভালো লাগে না। তাই সাথে আরো দুইজনকে নিয়েছিলাম। সর্বোপরি ছুটির দিনটিকে খুব সুন্দর একটা মুহূর্তের মধ্যে দিয়ে সকালের কিছু মুহূর্ত উপভোগ করেছিলাম। যদিও ইচ্ছা ছিল বিকেলে ঘুরতে যাব কিন্তু আকাশের অবস্থা তেমন একটা ভালো ছিল না। কেননা বিকেল হতেই বৃষ্টি। এই কারণেই গত শুক্রবারে ছুটির দিনে সকালে ঘুরতে বেরিয়ে সকালে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছিলাম।

টেবিল ০১টেবিল ০২
ডিভাইসOPPO A15
পোস্ট তৈরি@biplob89

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 28 days ago 

নতুন গাড়ি নিয়ে আপনারা বেশ ভালই ঘোরাঘুরি করেছেন। তবে আপনাদের পিছনে এই গেটটা আমাদের কলেজের গেটের মতোই একেবারে দেখতে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 28 days ago 

আপু এইচএসসি পরীক্ষার্থী আমি তাই নতুন গাড়ি পেয়ে ও ঘুরার সুযোগ হয়ে উঠছে না। আমার জন্য দোয়া করবেন আপু।