You are viewing a single comment's thread from:

RE: আবেগের কবিতা || আলোর শহর || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাই একদিকে পা ভিজিয়ে অফিসে যাওয়া সেই সময় থাকে বৃষ্টির প্যারা ।আবার রোদ্র উজ্জল আকাশ তখন থাকে গরমের প্যারা ।বিশেষ করে আপনি বাসে ঘুমিয়ে একই স্টপিস পার হয়ে অন্য
স্টপিস চলে গেছেন ব্যাপারটা দেখে আমি বুঝতে পেরেছি আপনি খুবই প্যারায় আছেন। আশা করি খুব সহজেই এই অবস্থা থেকে বের হয়ে আসবেন।

আপনার কবিতার নিচের লাইন গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।

চারপাশে লুকায়িত যন্ত্রনার মনস্তাপ
অট্টালিকার বিপরীতে বঞ্চনার আঘাত,
দিনের আলোয় উদ্ভাসিত পরিবেশ
নির্জন অন্ধকারে ক্ষয়িত বিবেক।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।