কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।।ব্যর্থ প্রেম।।সুনীল গঙ্গোপাধ্যায়।।২২.০৪.২০২২।।
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পোস্ট লেখা শুরু করছি।আশা করি আপনাদের ভালো লাগবে।আসুন তাহলে শুরু করা যাক।
আজকে আমি আবার একটি প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছি।এটা আমার বাংলা ব্লগের নিয়মিত অফিসিয়াল প্রতিযোগিতা নয়।আমি ব্যক্তিগত ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি।এবারে ও প্রতিযোগিতার বিষয় হলো কবিতা আবৃত্তি।সুনীল গঙ্গোপাধ্যায়ের আরেকটি অসাধারণ কবিতা "ব্যর্থ প্রেম" আবৃত্তি করার জন্য নির্বাচন করা হয়েছে।গতবারে স্বতঃস্ফূর্ত ভাবে অনেক সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেছিলেন।প্রত্যেকে নিজেদের সেরা টা দেয়ার যে প্রয়াস দেখিয়েছিলেন তা ছিল এক কথায় অনবদ্য।তাই আমি এবারে ও আশা করছি আরো বেশি মানুষ অংশ গ্রহণ করবেন।
এই প্রতিযোগিতায় অ্যাডমিন ও মডারেটর গণ ও অংশগ্রহণ করতে পারবেন।এই কবিতাটির সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করতে হবে।সেই অভিমতে অবশ্যই কবিতার মূলভাব[আপনি যা বুঝেছেন কবিতাটি পড়ে] থাকতে হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী:
১.প্রত্যেক প্রতিযোগীকে অবশ্যই আমার বাংলা ব্লগের মেম্বার হতে হবে [নতুন মেম্বার] রা ও অংশগ্রহণ করতে পারবেন।
২.কবিতাটি আবৃতি রেকর্ড করে নিজের ইউটুব চ্যানেল এ পোস্ট করে সেটার লিংক পোস্ট এ উল্লেখ করতে হবে।এই কবিতার মূল ভাব কি সেটা নিজের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে হবে।
৩.পোস্ট এ poetryrec2 এবং abb এই দুটি ট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে।
যে কবিতাটি আবৃতি করতে হবে :-
প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।
স্থান অধিকারি | পুরস্কারের পরিমাণ |
---|---|
প্রথম | ১০০ |
দ্বিতীয় | ৭৫ |
তৃতীয় | ৫০ |
চতুর্থ | ২৫ |
সময়সীমা : ২৮ এপ্রিল দুপুর ১২ টা পর্যন্ত।।
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
@blacks দাদা আমার ক্ষুদ্র প্রয়াস😍🙏
পোস্টের লিঙ্ক
সুন্দর একটি কবিতা আবৃত্তি আপনি আমাদের মাে নিয়ে এসেছেন।তবে এই কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অংশগ্রহণ করবো এটা প্রত্যাশা করছি।
আমি কৃতজ্ঞ যে , আপনার প্রথম পর্বের কবিতা প্রতিযোগিতায় একটা স্থান করতে পেরেছিলাম। তবে এবার নিজেকে আরো শক্ত পোক্ত করে উপস্থাপন করার চেষ্টা করব । যদিও কবিতার কথাগুলো বেশ ধারালো , তবে আশা করি সেই ধারালো কথাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব , সহজ কথায় রূপান্তর করার জন্য ।
প্রিয় ছোট দাদা, আপনি আবারও অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তির আয়োজন করেছেন, আপনার পূর্বের "পাহাড় চূড়ায়"৷ কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহন করছিলাম এবং একটি স্থান ও দখল করেছি, আমি এইবারো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো প্রিয় দাদা, সুন্দর করে "ব্যর্থ প্রেম" কবিতাটি আবৃত্তি করার জন্য, এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা, শুভকামনা রইলো আপনার জন্য।
আমার অংশগ্রহন
ইউটিউব লিংক
আমার বাংলা ব্লগ লিংক
প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ নতুন ভাবে নিজেকে উদ্দীপন দেয় । গত প্রতিযোগিতায় সীমাহীন উদ্যম নিয়ে অংশগ্রহণ করেছিলাম । পুরস্কার পায়নি তাতে কি হয়েছে শিখতে পেরেছি অনেক কিছু। এবারও দাদা নতুন করে যে প্রতিযোগিতার আয়োজন করেছেন তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। ব্যর্থ প্রেম কবিতাটি সুনীলের একটি অনবদ্য কবিতা। দাদা সেই কবিতাটি আমাদের মাঝে নিয়ে এসেছেন। দাদা আপনাকে অন্তরের অন্তস্থল থেকে নমস্কার।
দাদা আপনাকে প্রথমে নমস্কার নেবেন।আপনি খুব একটা প্রতিযোগিতার আয়োজন করছেন।তবে দাদা কবিতাটি বেশ কঠিন।আমি চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার। অনেক ধন্যবাদ দাদা, এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
ছোট দা আশা করি ভালো আছো I পর কথা,এত সুন্দর একটা "কবিতা" প্রতিযোগিতা আয়োজন করার জন্য তোমাকে ধন্যবাদ I
আমি খুবই উৎসাহ ও উদ্দীপনার সাথে এই কবিতায় আবৃত্তিতে অংশগ্রহণ করব। যদিও প্রথম পর্বে কোন স্থান দখল করতে পারিনি কিন্তু এইবার আমার যথাসাধ্য চেষ্টা থাকবে। আশা করি আমার কবিতা আবৃত্তি আপনার কাছে খুবই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ দাদা এত চমৎকার একটি কবিতা আবৃত্তির আয়োজন করার জন্য।
প্রিয় দাদা, আশা করি ভাল আছেন? খুব সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন। গতবারের মতন এবারও সবাই অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে । আমিও শতভাগ চেষ্টা করব ভালো টা উপস্থাপন করার জন্য। এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই । ভালো থাকবেন দাদা ।
আসলেই সকলের মাঝে যে একটা উত্তেজনা নিয়ে আসেন দাদা। এটা আপনার দ্বারাই সম্ভব। বারবার সুন্দর সুন্দর প্রতিযোগিতা আমাদের মাঝে নিয়ে আসেন। আমি খুব খুশি হলাম এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আমি আপনার উদ্যোগে সম্মান জানাই। আশা করি এবারও বেশ ভালো হবে আয়োজন এবং সকলে জয়েন করবে। সকলের জন্য অগ্রিম শুভ কামনা রইল