আমার কবিতার খাতা থেকে: বিজয়ের মূল্য
তুমি সাজো বীর
তুমি গাও বিজয়ের গান।
সত্যি করে বলো বুকে দিয়ে হাত
সেই রাতের অন্ধকারে
তুমি কি নিয়ে ছিলে শপথ?
তোমার হৃদয়ে কম্পন
আর ক্রোধ কি তোলপাড় করেছিলো?
তুমি কি নিয়ে ছিলে অস্ত্রের পাঠদান?
কত রক্তে রাঙা হলে রাজপথ
বিজয় আসে ওড়ে স্বাধীন নিশান?
আমি ইতিহাস কে সামনে রেখে
কবিতায় আবেগ করি ছারখার,
আফসোস বিলম্ব আবির্ভাব।
যে যুবক হাতে নিয়ে রাইফেল
এক হলো সব হাত ভুলে বিবাদ,
ঘর পুড়লো ফসলের মাঠ জুড়ে
কান্না আর নিস্তব্ধ আগুন
চূড়ান্ত বিক্ষোভ আর আহাকার।
আমি কি করে জানবো
এই বিজয়ের মূল্য মান?
আমি তো বইনি অস্ত্রের ভার
শুধু গেয়ে যাবো বুক চিতিয়ে,
এ সোনার বাংলা তোমার জয় গান।
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
সত্যিই ভাইয়া আমরা হয়তো কখনো ফিল করতে পারবোনা তাদের কষ্ট গুলো যারা দেশকে স্বাধীন করেছে। তবে তাদের স্বাধীন করা এই নিজের দেশকে ভালোবেসে যাবো।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
বিজয় দিবসকে নিয়ে আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো দাদা। বিজয় দিবস আমাদের অনেক কষ্টে অর্জিত। অনেক ত্যাগ তিতিক্ষা ও যুদ্ধের পর আমরা পেয়েছি এই বিজয়। বিজয়ের মর্ম শুধু সেই বোঝে যে মন থেকে উপলব্ধি করতে পারে। বিজয় দিবসের মূল্য কতটুকু সেটা আমরা আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য শুভকামনা রইল।
কবিতার এই চরম গুলো আমার বুকে এসে লাগল দাদা । আপনি অনেক সুন্দর এবং সৃষ্টিশীল সব বাক্য দিয়ে আপনি কবিতাটি আমাদের শুভেচ্ছার জন্য করেছেন এ কথাটি ভেবে আমার অনেক ভালো লাগছে এবং গর্বে বুকটা ফুলে উঠছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদেরকে বিজয় দিবসে উপহার দেয়ার জন্য।
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা দাদা। এবং অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এতো সুন্দর একটি কবিতা লেখার জন্য। সম্পূর্ণ কবিতাটা অসাধারন হয়েছে। পড়ার সময়ে গায়ের মধ্যে শিহরণ হচ্ছিল।
এই তিনটা লাইন অসাধারণ ছিল। এই লাইনগুলো যেন আমাদের জন্য লিখেছেন আপনি।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বিজয় দিবস উপলক্ষে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিবেন সত্যিই এটা ভাবিনি। আমার খুবই ভালো লেগেছে বিজয় দিবস উপলক্ষে আপনি আমাদের এত সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। কবিতাটি আমার খুবই ভালো লেগেছে এবং কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার প্রতি রইল অনেক ভালোবাসা।
অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আপনি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন তাও আবার আমাদের বিজয় দিবস উপলক্ষে। অনেক ভালো লাগলো আপনার কবিতাটি।
কত রক্তে রাঙা হলে রাজপথ
বিজয় আসে ওড়ে স্বাধীন নিশান?
আমি ইতিহাস কে সামনে রেখে
কবিতায় আবেগ করি ছারখার,
আফসোস বিলম্ব আবির্ভাব।
দাদা সত্যিই এই কথাটি যেনো মনে গেঁথে গেল। খুব সুন্দর একটি কবিতা রচনা করে তা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা।
বিজয় দিবসের প্রীতি ও শুভেচ্ছা।
দাদা প্রথমে আপনাকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এই মহান বিজয় দিবস উপলক্ষে আপনি বাঙ্গালী জাতির জন্য বাংলাদেশিদের জন্য এত সুন্দর একটি কবিতা লিখেছেন যা সত্যি বন্ধুত্বের চরম নিদর্শন। স্বাধীন হয়েছিল 1971 সালে এক ভাষার ওপর ভিত্তি করে সেই ভাষা বাংলা ভাষা। পৃথিবীর আর কোন দেশ শুধু ভাষা কে কেন্দ্র করে লড়াই করেনি যুদ্ধ করেনি স্বাধীনতা অর্জন করেনি। তবে এই স্বাধীনতার যুদ্ধে আমাদের সবথেকে পরম বন্ধু আপনারা। আপনাদের সহযোগিতার কথা বাঙালি জাতি কখনো ভুলবে না। তবে আমরা বিজয় অর্জন করেছি সত্যি কিন্তু আত্ম বিজয় কখনো অর্জন করিনি। যাই হোক আবারো রক্তে রাঙ্গা মহান বিজয় দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community