আমার কবিতার খাতা থেকে : আমি একজন বেকার যুবক

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি একজন বেকার যুবক
আমার সারাদিন কাটে রাস্তায় রাস্তায়
এ অফিসে ওই কারখানায় ,
আমাকে কেউ পাত্তা দেয়না
কেউ ভালো ভাবে আমরা কথা ও শোনে না
আমি বেকার যুবক,চাকরি খুঁজি এই শহরে ।
অনেক শুনেছি এই শহরের গল্পকথা
কঠিন এই কংক্রিটের রাজ্যে
আমি দারুন বেমামান আর অবাঞ্চিত ।
আমার গায়ের জমা মলিন হয়ে যাচ্ছে
পায়ের জুতো ক্ষয়ে গেছে অনেকটা
অনেক রাতে বাড়ি ফিরি ,
দু টাকার একটি ট্যাবলেট দিয়ে
আমি সেরে নেই রাতের খাওয়া ।
জানি আমার এই শহরের লড়াই
প্রায় শেষের পথে ,হেরে যাওয়া এক অধ্যায় ।

image.png
Source
আসলে কাউকেই আমি জিতে নিতে পারিনি
কলেজের মোড়ে যে তরুণীর জন্য
আমি অনেক দুপুর কে সমর্পন করেছি
প্রখর রোদ আর ধুলোর ধূসর রাজ্যে
সেই আমি ফিরেছি প্রতিদিন ঘরে
নিজের অব্যক্ত কথা আর অবদমিত অনুভূতি নিয়ে।
আমাদের মতো ছেলেরা শুধু
কল্পনা করতে পারে চাইতে জানে না ।
তাই আমাদের গল্প সারাজীবন
থেকে যায় আজানা ওই
কলেজ মোড়ের অরুনাদের কাছে ।


smallamar.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP


Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA

Sort:  
 3 years ago 

আমাদের মতন বেকার যুবকদের মনের কথা আপনি প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে । এই শহরটা যেন আমাদেরকে চায়না । আমরা বোঝা হয়ে গেছি দেশ ও পরিবারের কাছে ।

 3 years ago 

বেকারদের কষ্ট কেউ বোঝেনা।।

 3 years ago 

কিন্তু প্রতিষ্ঠিত হলে আবার সবাই পিঁপড়ের মত সুঁড়সুঁড় করে চলে আসে।

 3 years ago 

অসাধারণ লিখেছেন দাদা আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো, আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা

 3 years ago 

দৃশ্যটা দেখে প্রথমে অবাক হয়েছি কারন এটা আমাদের ঢাকার দৈনিক বাংলার মোড়ের দৃশ্য, প্রায় আমি এই সড়কের উপর দিয়ে যাই।

বেশ সুন্দরভাবে বেকার জীবনের ভেতরের ক্ষতযুক্ত অনুভুতিটা প্রকাশ করেছেন, যদিও আপনি কবিতায় বেশ দক্ষ। ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ

 3 years ago 

বেকার রা বিশেষ এক শ্রেণীর ক্ষমতাধর মানুষের দুরভিসন্ধির স্বীকার।আর তাই বেকারত্ব কোনো দিনই বিমোচন হবে না।

 3 years ago 

আপনার কবিতা সবসময়ই ভালো লাগে । এই কবিতাটিও দারুন হয়েছে। ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ।।

আজকে বেকারদের পরিবার, সমাজ রাষ্ট্র কেউ মূল্য দেয় না। তারা যেন দেশের সব চেয়ে নগণ্য জিনিস। বেকাররা একটা অভিশাপের মতো। কবিতার মধ্য দিয়ে প্রকাশ করা বেকার জীবনের গল্পটা খুবই ভালো হয়েছে।
আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা ভাইয়া।

 3 years ago 

কিছু কতিপয় লোকদের লোভের কারণেই দেশে বেকারত্ব বাড়ে।ধন্যবাদ আপনাকে।।।

সঠিক কথা ভাইয়া।

 3 years ago 

অসম্ভব বাস্তবতা নিয়ে লেখা কবিতাটি।
পড়ে সত্যিই অনেক বাস্তবতা অনুভব করলাম।

 3 years ago 

অসংখ্য শুভেচ্ছা নেবেন।আশা করি আপনার সন্তান এখন সুস্থ আছে।

 3 years ago 

জি দাদা, আপনাদের শুভকামনায় আমার সন্তান অনেকটা সুস্থ। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আপনাদের মতো মানুষের সাথে একি প্লাটফর্মে কাজ করছি যেখানে কারো বিপদে কেউ চুপ করে বসে থাকেনা। অন্তর থেকে দোয়া এবং শুভ কামনা আপনাদের জন্য।

 3 years ago 

বেকার যুবকদের নিয়ে কবিতাটা অসাধারণ লিখেছেন। সত্যি মধ‍্যবিও ঘরের ছেলেদের একটি চাকরির জন্য অনেক লড়াই করা লাগে।

 3 years ago 

শুভেচ্ছা নেবেন।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago (edited)

বেকার যুবকদের জীবন কাহিনী অনেকটা গরিবদের মতো।তাঁদের জীবনটা কঠিন লড়াইয়ের।তাদের জীবনে আছে শুধু প্রত্যাশা এবং একরাশ চাপা ব্যাথার যন্ত্রণা।দারুণ হয়েছে কবিতাটি ধন্যবাদ দাদা।

 3 years ago 

লড়াই সর্বদা জারি রাখতে হবে।

 3 years ago 

এই অর্থপূর্ণ কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শক্তিশালী থাকুন এবং লড়াই চালিয়ে যান।

 3 years ago 

ধন্যবাদ।।

You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.