গাজিয়াবাদে তীব্র শীতে একটু বেড়ানো [A short outing in an intensive winter time in Ghaziabad: Party Hard]
20.12.2021
Ghaziabad,Uttar Pradesh
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার লেখা শুরু করছি।আজকে আমার পোস্টটি একটি সাধারণ ক্যাটাগরির পোস্ট।আমি এই পোস্টে কয়েকটি ফটো ও কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নেবো।জীবন ঠিক যতটা সরল ঠিক তেমনি কঠিন।
এই সরল ও কঠিনের একটি সাম্যাবস্থায় জীবন কে বেঁধে নিতে হবে।আর এই উদ্দেশ্য নিয়েই জীবনের যত সংগ্রাম।কেউ হেরে যায় কেউ আবার জিতে যায় অবিরাম।হারলেও মাঠ ছাড়া যাবে না এই দৃঢ় মনোবলই এক সত্যিকারের যোদ্ধার চরিত্র হওয়া উচিত।হার জিত থাকবে এটাই জগতের নিয়ম।কিন্তু লড়াই টাই আসল।বন্ধু হাল ছাড়লে হবে না কন্ঠ ছাড়তে হবে জোরে।
20.12.2021
Ghaziabad,Uttar Pradesh
বর্তমানে শীতের তীব্রতা চলছে সারাদেশ জুড়ে।আমি কলকাতার ছেলে।এই ভালোবাসা আর ভালোলাগার শহর ছেড়ে আমাদের মাঝে মধ্যে দূরে যেতে হয় কর্ম ও জীবিকার কারণে।এটাই সভ্যতার স্বাভাবিক বৈশিষ্ট্য।কিন্তু আমরা কলকাতাবাসী যেখানেই থাকি না কেন এই প্যাশনের শহর কলকাতায় আমাদের মন পড়ে থাকে।
জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে এসেছিলাম দিল্লি শহরে।ভারতবর্ষের রাজধানীর জৌলুস উপেক্ষা করে আমাকে লক্ষ্যে অবিচল থাকতে হতো।কারণ যে কাজটি করতে এখানে আসা সেটা বেশ জটিল ছিল।কিন্তু বিশ্বাস ছিলো সফলতা আসবেই।যাইহোক প্রায় ৪৫ দিন এর দীর্ঘ প্রক্রিয়া শেষে জয় আমার হাতের মুঠোয়।পরম করুণাময় এর অসীম কৃপাই এই জয়ের মূল কারণ।যাই হোক এখন দিল্লিতে তাপমাত্রা ভয়াবহ রকমের কম।রাতে তাপমাত্রা মোটামুটি ৩ ডিগ্রীর আশেপাশে থাকে।
20.12.2021
Ghaziabad,Uttar Pradesh
তাই একজন ঘর থেকে বলতে গেলে একদমই বেরোচ্ছি না।যা দরকার অনলাইনে অর্ডার করে নিচ্চি।আগামী রবিবার কলকাতা ফিরবো।আবার অভ্যাসগত জীবনের শুরু।আমার ৩ টা bike আমার জন্য পথ চেয়ে বসে আছে।তাদের ব্যাটরি damage না হওয়ার হাত থেকে রক্ষা করছে আমাদের ড্রাইভার সুব্রত বাবু।তাকে ধন্যবাদ জানাই এই মহৎ কাজের জন্য।না হলে বাড়ি ফিরে ঠেলাঠেলি করতে হতো আমাকে।
এখন ডিসেম্বর মাসে শেষ দিকে সপ্তাহ চলছে।আর কয়েক দিন পর বড়দিন তারপর থার্টি ফার্স্ট নাইট।অর্থাৎ পার্টি ইস অন।হার্ড পার্টি হবে।সবাই মজা করুক করোনার কথা মাথায় রেখে।
বৈশালীর মাহাগুন মেট্রো মলে গিয়েছিলাম এই প্রবল শীতের মধ্যেও।সেখানে গিয়ে দেখলাম বড়দিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে।তার কয়েকটি ফটো তুলে নিলাম।এরপর গেলাম reliance digital এ।সেখানে থেকে একটি apple watch 7 এবং একটি realme হেডফোন খরিদ করলাম।
Apple watch 7 টা দাদাকে gift করবো আর হেডফোন টা আমি use করবো।
এরপর রাত বাড়তে লাগলো আর শীতের তীব্রতা ও সমানুপাতিক হারে দৌড়াতে শুরু করলো।তাই তাড়াতাড়ি ঘরে ফিরে এই শীতের বন্ধু কম্বলের নিচে আশ্রয় নিলাম।
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা আপনি যে আপনার কাজে সফল হয়েছেন জেনে খুবই ভালো লাগলো ।আপনাদের মত আমাদের এখানেও বেশ শীত পড়েছে। ঠান্ডায় একদম জমে যাচ্ছি। বাইরে যেতে তো ভয় লাগছে ।আপনি এই ঠান্ডার মধ্যে বাইরে ঘুরতে গিয়েছেন দেখে খুবই ভালো লাগলো ।আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
জমে গেলে হবে না।আগুন জ্বালিয়ে বারবিকিউ পার্টি হোক।
সবই বুঝলাম ভাই , কিন্তু টিনটিনের গিফট কই । আর আমার জন্য কি নিয়ে আসলেন ভাই তা কিন্তু বললেন নাহ ।
যথার্থ বলেছেন ভাই । শুভেচ্ছা রইল। ❤🙏
সত্যিই এই বছর বেশি শীত পড়ছে তার সঙ্গে ঝড়ো হাওয়া বইছে।তারপর ও মানুষের কর্মজীবন থেমে থাকছে না।সকল বাধা পেরিয়ে মানুষ তার নিজ নিজ কাজ করছে।যাইহোক আপনাদের ভালোভাবে ও সুস্থভাবে কলকাতায় ফেরার কামনা করছি।শুভকামনা রইলো দাদা।
দাদা আপনি যে কাজের জন্য গিয়েছিলেন তা সফল হয়েছে জেনে খুব ভালো লাগলো। ডিসেম্বর মাসের শেষের দিক মানেই পার্টি সিজনের শুরু। দাদা বাংলাদেশেরও প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। ঠান্ডায় একেবারে জমে যাচ্ছি। ঠান্ডার মধ্যেও যে বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করেছেন শপিং করেছেন জেনে ভালো লাগলো। দাদার জন্য কেনা গিফট টা অনেক সুন্দর হয়েছে। দাদা খুব খুশি হবে দেখে। শুভকামনা রইল আপনার জন্য দাদা।
অনেক ভালো লাগলো কথা গুলো দাদা। মনে অনেক সাহস পেলাম। তবে দাদা ফটোগ্রাফি গুলো সুন্দর লাগলো। আর বড়দিনের প্রস্তুতি হিসেবে অনেক সুন্দরভাবে সাজানো হচ্ছে। সব মিলিয়ে অনেক ভালো লাগলো।
আপনার গাজিয়াবাদে এই শীতে বেড়ানোর মুহুর্তগুলি অনেক অনেক ভালো লেগেছে ভাই ।ফটোগ্রাফিগুলো চমক লাগতেছে চোখে এমন সুন্দর হয়েছে ।ধন্যবাদ ভাই এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করারজন্য ।
দাদা, আমার খুবই ভালো লেগেছে যে আপনি আপনার কাজে সফল হয়েছেন। আর শীতের কথা কি বলবো দাদা। আমাদের এখানেও তীব্র শীত অনুভব হচ্ছে। সারাটা দিন জুড়ে বাতাস বইতেছে। যদিও রোদ আছে কিন্তু রোদকে ঠান্ডা করে দিচ্ছে ঝড়ো বাতাস। তবে এসে দেখ আমার বাংলা ব্লক কমিউনিটিতে কাজ করতে আমার খুবই ভালো লাগছে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।