আমার কবিতার খাতা থেকে:যদি ফেরা যেত
দিন দিন নিজেকে একটু একটু করে
ভাঙতে ভাঙতে সময় আসে গড়ার।
গড়তে গিয়ে দেখি আমি পারছি না
হারিয়ে যাচ্চে আমার ধারাবাহিকতা,
আমি আবার নিজেকে ভাঙতে শুরু করি।
এভাবেই চলতে থাকে দিনের পর দিন
আমি একদম ভালো নেই।
মনে পড়ে অতীতের কত স্মৃতি
ঘুমের মধ্যে আসে এক ঝাঁক অতীত,
আমাকে টেনে নিয়ে যেতে চায়।
সেই সব দিনগুলোতে সেই সোনালী রোদ
সেই হঠাৎ জমায়েত
উঠোন হয়ে যায় ক্রিকেট ময়দান।
সেই উল্লাস আনন্দ সেই হাসি গান
অনেকদিন দেখা হয় না শৈশবের স্মৃতিমাখা,
সাক্ষাৎ পাই না সেই ছেলেবেলার বন্ধুদের।
প্রযুক্তি আমাকে দিয়েছে নতুন নতুন বন্ধু
নতুন নতুন সময় কাটানোর উপকরণ।
তবে একবার যদি অতীতে ফেরা যায়,
যদি একবার ফেরা যেত আর একবার
যদি একটা নতুন ক্রিকেট ম্যাচ খেলা যেত,
আবার যদি সন্ধ্যায় সবাই মিলে খেলা শেষে
একটা আড্ডা দেওয়া যেত!
সময় আস্তে আস্তে চলে যাচ্ছে
হয়তো একদিন হারিয়ে যাবে সেটাও,
স্মৃতি থেকে তবে কি পেলাম আর পেলাম না,
থাক না আজ ওইসব মিথ্যে পাওয়া না পাওয়া।
যতদিন বাঁচি ততদিন ফিরে যেতে চাই,
এই যাওয়াটা আমার বাঁচার দাবি।
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা আপনি অসাধারণ কবিতা লিখেন। আপনার কবিতার ভাষা গুলো বেশ চমৎকার। আপনার কবিতা কি করে আমার অনেক ভালো লেগেছে। জীবনের আড্ডাগুলো সত্যি দাদা অসাধারণ হয়। অসংখ্য ধন্যবাদ দাদা এমন একটা সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।
কথাগুলো কবিতার লাইন হলেও ভীষণ বাস্তব। এই প্রযুক্তি আমাদের কি দেয় নি তার হিসাব করলে শূন্য ই আসবে বরং কি দিয়েছে হিসেবে করলে দেখবো একদম ১০০ তে ১০০।কিন্তু কি যেনো নিয়ে নিলো!সেই স্মৃতি,সেই ছেলেবেলা, সেই একসাথে স্কুলের লাস্ট বেঞ্চে বসে আড্ডা, সেই স্কুল শেষে একসাথে ঘুরাফিরা। সব হারিয়ে গেছে।
দারুণ লিখেছেন ভাইয়া।কবিতাটি পড়ে আমার মৃত বেস্ট ফ্রেন্ডের কথা মনে পরে গেলো। 😊😊
কবিতাটি পড়ে আমার শৈশবের কথা মনে পড়ে গেল।তবুও বাস্তবতাকে মেনে নিয়ে চলতে হবে বাকি পথগুলো স্মৃতিকে আঁকড়ে ধরে।শৈশবের স্মৃতিগুলি প্রতিটি মানুষের হৃদয়কে কুড়ে কুড়ে খায় আবার অতীতে ফিরে যাওয়ার জন্য।হয়তো ছেলেবেলার সত্যিকারের বন্ধুদের মতো প্রযুক্তির বন্ধুরা আমাদের স্বর্গীয় সুখ দিতে পারবে না তবুও সেটাই আকড়ে ধরে চলতে হবে।সবার শৈশবগুলি এখন শুধু ধোঁয়াশায় ঘেরা কল্পনামাত্র।চাইলে ও ফিরে পাওয়া যায় না।কবিতার মধ্যে ছেলেবেলার অনেক স্মৃতি,হাসি-কান্না ও বিনোদন ফুটে উঠেছে।দাদার কবিতাগুলো বরাবরই চমৎকার।ধন্যবাদ দাদা।
কবিতা টা অনেক টা আমার চিন্তা ভাবনা এবং বর্তমান পরিস্থিতির সাথে মিলে যাচ্ছে। আমিও ভালো নেই😞। অতীতে কথা মনে পড়লে নিজেকে আর ধরে রাখতে পারিনা। মনে হয় চলে যায় সেই অতীতে। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এক কথায় অসাধারণ।
আমরা সবাই ফিরে যেতে চাই কিন্তু সেই খেলনাওয়ালা কিন্তু আর পাড়ায় আসে না এবং সেই খেলার মাঠ আর আমাদের সামনে আগের মত রুপ নিয়ে ফিরে আসে না। আপনার কবিতাগুলো যত পড়ি ততই মুগ্ধ হই কারণ আপনার কবিতার মধ্য দিয়ে খুব গভীর এবং জীবনঘনিষ্ঠ অনেক ভাব আপনি প্রকাশ করতে পারেন। যে বিষয়টা আমার কাছে সবসময় অনেক ভালো লাগে কারন আপনার কবিতাগুলোতে একটা জীবনের কোনো না কোনো ব্যাপার থাকে।
আসলে আপনার কবিতাগুলো আমাকে ভালোই লাগে। এককথায় আপনার ভক্ত বলতে পারেন।আজকের কবিতা আরো ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।
আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা আপনার কবিতাটি পড়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল শৈশবের বন্ধুদের কথা মনে পড়ে গেল আমার ও আমার ইচ্ছে করছে শৈশবে ফিরে যেতে।
ভাই মনের কথা বলেছেন। ভার্চুয়াল জগতের সত্যিই আমরা বড় ক্লান্ত। ভার্চুয়াল জগত আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই কিন্তু আমাদের জীবন গুলো থেকে আনন্দঘন মুহূর্ত গুলো কেড়ে নিয়েছে।
ছোটবেলার সেই একসাথে খেলা, বন্ধুদের সাথে আড্ডা কিংবা চায়ের দোকানে এখন আর কোন আড্ডা চলে না।
ভার্চুয়াল জগত সত্যিই আমাদের জন্য বিরক্ত কর। যদিও এটি আমাদের জীবন যাত্রার মান উন্নত করেছে তার পরেও জীবন থেকে কেড়ে নিয়েছে শৈশবের সেই ভালো লাগার দিনগুলোর।
অতিব চমৎকার এবং মনোরঞ্জক কিছু শেয়ার করলেন
দাদা আপনার কবিতাটি পড়ে আমারও শৈশবে ফিরে যেতে মন চাচ্ছে। সবারই শৈশবকাল অনেক মধুর থাকে। কিন্তু যখন শৈশবে থাকে তখন তা আমরা বুঝতে পারি না। বড় হয়ে গেলে আমরা তখন বুঝতে পারি যে শৈশবটা কত মধুর ছিল। আর তখন বারবার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে।
আপনার কবিতাটি খুব সুন্দর হয়েছে দাদা। প্রতিটি লাইন একদম হৃদয় ছুঁয়ে গেছে। আপনার জন্য শুভকামনা রইল।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া,প্রতিটি নাইন মনকে ছুঁয়ে দেই।আমরা প্রতিটা মানুষই অতীতে জীবনে ফিরে যেতে চাই।ছেলেবেলার সেই সময় ছেলেবেলার বন্ধু বান্ধব নিয়ে আনন্দের সময় গুলো আবার যেন ফিরে পেতে চাই। প্রযুক্তি আমাদের নতুন নতুন বন্ধু সময় কাটানোর উপকরণ দিয়েছে।কিন্তু অতীতের ফেলে আসা দিনগুলো দিতে পারবে না।
তবে ভাইয়া, আপনার কবিতার এই অংশটি খুবই ভালো লেগেছে।
"আমি একদম ভালো নেই।
মনে পড়ে অতীতের কত স্মৃতি
ঘুমের মধ্যে আসে এক ঝাঁক অতীত,
আমাকে টেনে নিয়ে যেতে চায়।
সেই সব দিনগুলোতে সেই সোনালী রোদ
সেই হঠাৎ জমায়েত
উঠোন হয়ে যায় ক্রিকেট ময়দান"
ধন্যবাদ ভাইয়া।