লেভেল ওয়ানের ফাইনাল পরীক্ষা || 10% Beneficiaries shy-fox
আমি ক্লাস থেকে যা শিখেছি তা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
দাদার পিন করার পোস্ট থেকে দেখেছিলাম কিছু বিষয় লিখতে হবে। আমি সেগুলো যা যা শিখেছি তা উপস্থাপন করার চেষ্টা করব।
স্পামিং হচ্ছে সেম জিনিস একাধিক বার করা। যেমন আমি একটি কমেন্ট করেছি সেটাই আবার অন্য পোস্টে করে দিলাম। আবার এমন হতে পারে কোন পোস্টে আমি ছোট ছোট করে কমেন্ট করে দিলাম এগুলাও স্পামিং এর অন্তর্ভুক্ত। যেমন কোন পোস্ট করেছে সেখানে লিখে দিলাম অসাধারন হয়েছে, খুব সুন্দর হয়েছে এই ধরেনের কমেন্ট।
কপিরাইট বলতে এক কথায় নকল করাকেই বুঝায়। নিজের ক্রেডিট নেই অন্যের ছবি পোস্ট করে দেয়াকেই ফটো কপিরাইট বলে। যেহেত আমরা এখানে এসেছি নিজের ক্রিয়েটিভিটি শো করার জন্য সুতরাং কপিরাইট এর মনোভাব থাকা যাবে না। আর হ্যা সত্যি বলতে এখানে সবাই নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়েই আসে সুতরাং যেখানে কাজ করবো সেখানের নিয়ম কে সম্মান করা প্রতিটা মানুষের দায়িত্ব বলে আমি মনে করি।
প্রথমেই বলি আমি ১ টা সাইডের নাম ভুলে গিয়েছিলাম। আমি তখন আমার স্বামীর থেকে জেনে নিয়েছি। সত্যি বলাই ভালো যেহেতু আমি পরিক্ষা দিতে এসেছি।
১- pexels
২- stocksnap
৩- pixabay
এই সাইড গুলি থেকে ছবি সংগ্রহ করলে সেগুলো কপিরাইট এর আওতায় পরবে না। তবে নিজের ছবি ব্যাবহার করাই উওম বলে আমি মনে করি।
১- ধর্মীয় বিরোধী কোন পোস্ট
২- রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে এমন পোস্ট।
প্লাগারিজম বলতে সাধারনত চুরি করাকেই বুঝায়। অন্যের অনুমতি ছাড়া কিছু নেয়াও চুরির মধ্যেই পরে। প্লাগারিজম করে আসলে বেশি দূরে যাওয়াও যায় না। নিজের কিছু না থাকলে অন্যের টা চুরি করে কত দিন ? আর আমি এটা বিশ্বাস করি আমার বাংলা ব্লগের চোখ ফাকি দিয়ে কেউ পার পাবে না। কারন আমি আমার স্বামীর কাছ থেকে কম বেশি অনেক কিছুই এর আগে শুনে এসেছি।
অল্প কথায় বলতে গেলে কোন লেখকের লিখনী পূনরায় উপস্থাপন করা। তবে এটা লক্ষ্য রাখতে হবে অন্যের কথা লিখতে গেলেও সেখানে ৮০% কথা নিজের থাকতে হবে।
লেখক এর নাম।
কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে।
নিজের লিখা ৮০% আছে কিনা।
সাধরনত কোন পোস্টে ২৫০ টি ওয়ার্ড এর কম হলে সেটি ম্যাক্রো পোস্ট হিসেবে গন্য করা হবে।
আমি মনে করি গঠন মূলক পোস্ট একটি করাই উওম। তবে চারটি পর্যন্ত পোস্ট করা যাবে।
দাদার পোস্ট থেকে প্রশ্ন গুলি নিয়ে নিজে যতটুকু জানি তার উওর দেয়ার চেষ্টা করেছি। ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার স্বামীর একটা কথা আমি সব সময় মানার চেষ্টা করি কাজ করে পাওয়ার চিন্তা করবে। ফ্রিতে কিছুই ভালো না। নিজের জায়গা নিজে তৈরি করে নিবে। অনেক অনেক ধন্যবাদ এতটা সময় নিয়ে আমার পোস্ত পড়ার জন্য।
আমি আশাবাদী আপনিপরীক্ষায় খুব ভালো ফল করবেন। অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। উপস্থাপনা খুব ভালো হয়েছে। আমার খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো আপু
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
এটা আমার বিশ্বাস ছিল বৈশাখী তুমি ক্লাস টা করলে অনেক কিছু জানতে পারবা। এটা বেশি ভালো লেগেছে তুমি দাদার পোস্ট টা দেখে তার পরে লিখেছো। দোয়া রইল তুমি তোমার জায়গাটা যাতে গুছিয়ে নিতে পারো। আমার বিশ্বাস আছে তুমি পারবে এটা।
অনেক অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ পরীক্ষায় পাশ করে যাবেন।
ধন্যবাদ আপনাকে।
আপনার পোস্টটি পড়েই বুঝতে পারলাম আপনি abb-school এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন। আপনার উপস্থাপন গুলো চমৎকার ছিল। এগিয়ে যান আরও অনেক কিছু জানতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু। 😍😍
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
এতোটুকু বুঝতে পারলাম যে আপনি খুব মনোযোগ সহকারে এবিপি স্কুলের ক্লাস করেছেন এভাবে ক্লাস করে আপনি
ধন্যবাদ।
বাহ খুব সুন্দর গোছানো উপস্থাপনা। সত্যি বলতে এই লেখাটা পড়ে আমি নিজেও কিছুর ব্যাপারে পরিপূর্ণ ধারণা লাভ করতে পেরেছি। আশা করি আপনার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর পোস্ট পেতে চলেছি সামনে। শুভ হোক আপনার আগামীর পথচলা। ভালো থাকুন।
আপনি খুব ভালো গান করেন। সাইফুল এর কাছ থেকে শুনেছি🥰🥰😍
আপু আপনার দেখি জোরেশোরে ক্লাস ক্লাস শুরু করেছেন। খুবই ভালো বিষয় । আপনার এই পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। ক্লাস না করে মনে হয় ক্লাসের সব কিছুই আপনার পোস্ট পড়ে জেনে ফেলেছি ।শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু।
আপনি অবশ্যই আজকে ক্লাসে উপস্থিত থাকবেন। আপনার একটা পরীক্ষা নেয়া হবে। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আমি না খুব ভয় পেয়েছি। কিন্তু উওর গুলি আমি জানতাম 🥺
বেশ ভালো হয়েছে। রিলিজিঅন বিরোধী নয় ঠিক, আপনি পুজা পার্বণে কিভাবে সময় কাটিয়েছেন সেগুলো দিতেই পারেন তবে রিলিজিঅনের প্রচার বা আমার রিলিজিওন শ্রেষ্ঠ সেগুলো করা যাবে না।
ধন্যবাদ ভাইয়া বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য
আপু আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগেলো,আপনি অনেক চমৎকার ভাবে গোছিয়ে উপস্থাপনা করছেন।আশাকরি আপনি পরীক্ষার ফলাফল ভালো করবেন।আপনার জন্য শুভ কামনা রইল আপু।
ধন্যবাদ ভাইয়া