ভ্যানিলা ফ্লেভারের ফালুদা তৈরির রেসিপি।১০% লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।সবার সুস্থতা কামনা করে আজকের এই পোস্ট শুরু করলাম।

CollageMaker_2022523112816704.jpg

সবাইকে আজকে মজাদার একটি রেসিপি দেখাবো বলে চলে এলাম।আজকের রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়।কারণ এটি রেডিমেড ভাবেই বাজারে প্যাকেট হিসেবে পাওয়া যায়।ও নামটাই তো বলা হয় নি, এটি হলো রেডিমিক্স ফালুদা তৈরির রেসিপি। এরমধ্যে আমি আজকে ভ্যানিলা ফ্লেভারের ফালুদা তৈরি করেছি।এরমধ্যে আবার ম্যাংগো ফ্লেভারের ফালুদাও পাওয়া যায়।যাইহোক কিছু উপকরণ নিয়ে সহজেই এই ফালুদা তৈরি করলাম।

ফালুদা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

CollageMaker_2022523103524560.jpg

উপকরণ
পরিমাণ
ফালুদা১ প্যাকেট
দুধ১ লিটার
আইসক্রিম১ টি
বরফ কুচিপরিমাণ মত
পানি২ কাপ

প্রথম ধাপ

প্রথমত আমি ফালুদার প্যাকেট থেকে জেলির ২ টি প্যাকেট নিয়ে নিলাম।
IMG_20220522_183507.jpgIMG_20220522_183456.jpg

একটি পাতিলে ১ কাপ পরিমাণ পানি দিয়ে এরমধ্যে একটি জেলির প্যাকেট দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে জ্বাল দিতে থাকলাম ৫মিনিট।

IMG_20220522_184202.jpg

জ্বাল দিতে দিতে এটি অনেকটা ঘন হয়ে এলে একটি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম।
IMG_20220522_184705.jpg

দ্বিতীয় ধাপ

একইভাবে অন্য জেলিটিকেও আমি তৈরি করে নিলাম। তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম।

IMG_20220522_184651.jpgIMG_20220522_185524.jpg

এরপরে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলাম।

তৃতীয় ধাপ

এরপরে অন্য একটি পাত্রে ১লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। জ্বাল দিতে থাকলাম কিছুক্ষণ।

IMG_20220522_185612.jpg

দুধ কিছুটা গরম হয়ে এলে এরমধ্যে ফালুদার প্যাকেট এর মিশ্রণ ঢেলে দিলাম।

IMG_20220522_190203.jpg

এই সব মিশ্রণ দুধের সাথে নেড়ে রান্না করতে থাকলাম।

IMG_20220522_190237.jpg

চতুর্থ ধাপ

২০ মিনিটের মত মিডিয়াম আচে সবকিছু জ্বাল দিতে থাকলাম। মিশ্রণে থাকা সাবুদানা আর নুডলস সিদ্ধ হয়ে এলে এবং বাকি সব উপকরণ রান্না হয়ে ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20220522_193708.jpg

পরিবেশন পর্ব

এখন হলো ফালুদা পরিবেশনের কাজ। আমি ৫টি বাটিতে পরিমাণ মত গরম ফালুদা ঢেলে দিলাম।

তারপর জেলিগুলোকে ছোট ছোট টুকরো করে সব বাটিতে দিয়ে দিলাম।

IMG_20220522_194548.jpg

এরপরে দিলাম বরফকুচি।এগুলোকে আমি কিছুটা ভেঙে নিয়েছিলাম।
IMG_20220522_194733.jpg
এখন আমি ভ্যানিলা আইসক্রিম থেকে সমপরিমাণে আইসক্রিম নিয়ে সব বাটিতে দিয়ে দিলাম।

তারপরে আবারও কিছু জেলির টুকরো দিয়ে দিলাম সব বাটিতে।আর এটি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল খাওয়ার জন্য।

IMG_20220522_195044.jpg

IMG_20220522_195040.jpg
সাথে সাথেই সবাইকে দিয়ে দিলাম। কারণ বরফ একদম গলে যাওয়ার আগেই এটি সাবাড় করে ফেলতে হবে। আর আমি তো বেশিক্ষণ সময় নিই না😋😋😋।

আশা করি এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে।কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তা মন্তব্য করে জানাবেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

ফালুদা আমার খুবই পছন্দ। আপনি দেখছি খুব সহজেই সুস্বাদু ফালুদা তৈরি করেছেন। দেখেই বুঝা যাচ্ছে সুস্বাদু হয়েছে। গরমের সময় এমন এক বাটি ঠান্ডা ঠান্ডা ফালুদা থাকলে খুবই ভালো লাগে। আপনাকে ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি অবশ্যই সুস্বাদু হয়েছে এবং আপনি চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন ধন্যবাদ

 3 years ago 

আপনাদের প্রজেক্ট এর মাধ্যমে সবসময় সাপোর্ট করা যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।

ফালুদাতে অনেকেই বেশ কয়েক রকমের ফল ব্যবহার করে। আপনি দেখছি বাজার থেকে কেনা উপকরণের উপরই ভরসা করেছেন। অবশ্য দেখে মনে হচ্ছে খেতে খুব মজা হয়েছে। এই গরমের ভেতর এমন ঠান্ডা ফালুদা হলে আর কি চাই? ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমিও অনেক রকম ফল দিয়ে বানাই, তবে এটি রেডিমেট বানিয়েছি তাই এভাবেই আপনাদের সাথে তুলে ধরলাম ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভ্যানিলা ফ্লেভারের ফালুদা তৈরির রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, সত্যিই আপনার রেসিপি উপস্থাপন এবং পরিবেশের উপর খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে উপস্থাপন করেছেন, দেখে শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করব ইনশাআল্লাহ।

 3 years ago 

আশাকরি যেহেতু শিখে নিয়েছেন, তাহলে খুব শীঘ্রই বানিয়ে খাবেন। আশা করি খুব মজা পাবেন ধন্যবাদ।

 3 years ago 

ফালুদা খেতে আমার বেশ ভালো লাগে। যদিও আমি অনেক রকম ফল ও দিয়ে থাকি।বিশেষ করপ কলা দিলে ভালো লাগে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর একটি মন্তব্য করার জন্য, ভালো থাকুন সবসময়।

 3 years ago 

ভ্যানিলা ফ্লেভারের ফালুদা তৈরির রেসিপি অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়েছে। আপনি এই রেসিপিটি তৈরি করার জন্য ফালুদা দুধ আইসক্রিম পানি ইত্যাদি ব্যবহার করেছেন যা আপনার সিপিটি কে আরো সুন্দর করে তুলেছে। কিন্তু আপনি যে ম্যাংগো ফ্লেভার এর ফালুদার কথা বলেছেন সেটার অপেক্ষায় রইলাম। সেই রেসিপিটি খুব তাড়াতাড়ি আমাদের সামনে নিয়ে আসবেন ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ম্যাংগো ফ্লেভার ফালুদা এর আগে আমি বানিয়েছিলাম এবং পোস্ট ও করেছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভ্যানিলা ফ্লেভারের ফালুদা তৈরির রেসিপি খাওয়ার লোভ জাগলো অনেক সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন। অনেকদিন হলো এই ধরনের রেসিপি খাওয়া হয় না আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনিও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফালুদা আমার খুবই প্রিয় এবং আজকের ফালুদা টি বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ এত সুন্দর করে সযত্নে ফালুদা বানিয়ে খাওয়ানোর জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করি।

 3 years ago 

সেটা তো আমি জানি যার কারণে এ ফালুদা টি বানানো। ধন্যবাদ আপনার মন্তব্য পেয়ে খুশি লাগছে। খেয়ে তৃপ্তি পেয়েছেন এটাই আমার তৃপ্তি ধন্যবাদ।

আমার প্রিয় একটি খাবার আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি মাঝেমধ্যেই ফালুদা রেসিপি আমার মাকে বলে রান্না করে নিয়ে মেসে এসে আমার বন্ধুরা মিলে একসাথে খেতাম। আপনার ফালুদা দেখে মনে হচ্ছে অনেক সুস্থ হবে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভালোবাসা রইলো আপনার প্রতি।

 3 years ago 

মায়ের হাতের যে কোন রান্না ই খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফালুদা বরাবরই আমার অনেক ফেভারিট তবে আপনার মত করে বাসায় প্রস্তুত করে কখনো খাওয়া হয়নি রেস্টুরেন্ট থেকে অনেকবারই খাওয়া হয়েছে আপনি খুব সুন্দর ভাবে প্রস্তুত প্রণালি তুলে ধরেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছিল

 3 years ago 

এবার না হয় বাসায় বানিয়ে খাবেন বেশ মজা হবে, এবং রেস্টুরেন্টে টাকা দিতে হবে না ভালো থাকবেন।