স্বরচিত কবিতা|| অচেনা পথ।

in আমার বাংলা ব্লগ4 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

20240702_101215_0000.png

মানুষের জীবন বিচিত্র রকম। একেক জন একেকভাবে জীবন অতিবাহিত করে। তাই সবার জীবনেও সুখ দুঃখ সবকিছু বিদ্যমান থাকে। আর এক্ষেত্রে দেখা যায় যারা পদে পদে অভিনয়ের জালে ফেঁসেছে তারা কিন্তু সহজে সবকিছু বিশ্বাস করতে চায় না। তাদের মনে হয় সবদিকেই যেন ফাঁদ পাতা আছে। আর এই ভাবনায় সত্য কোনটা আর মিথ্যে কোনটা তা ভুলে যায়। আসলে এই অভিনয়ের খেলায় কেউ হেরে যায় কেউ জিতে যায়। হোক সেটা ভালোবাসার বা জীবনের অন্য কোনো ক্ষেত্রে।

♥️অচেনা পথ♥️

অচেনা শহরের অলিগলিতে,
নিজেকে হারাই বারেবার।
অচেনা পথের বাঁকে বাঁকে আমি,
বারবার হই পারাপার।

এই কেমন গোলকধাঁধায় পড়েছি,
কেন এত অচেনা এই বেড়াজাল,
এটা কি কোনো অশুভ মায়া,
নাকি এতে আছে কোনো মায়াজাল।

চারিদিকে যেন প্রস্ফুটিত কানন,
চেয়ে আছে আমার বিপরীতে,
সুগন্ধে ভরা এই ভুবন যেন,
কাছে টানে আমায় পশ্চাতে।

এ কেমন মায়াজাল বুঝিনা তো আমি,
ভালোবাসা নাকি মিথ্যে অভিনয়,
জানিনা এই মায়াজালের আছে নাকি শেষ,
নাকি এটাই হবে আমার শেষ পরিণয়।

এদিক ওদিক সবদিকেই তাকাই,
অভিনয়ের জগতে আমি পা দিতে না চাই,
ভালোবাসা সে তো হারিয়ে গেছে বহুদূর,
মিথ্যে মায়ায় নিজেকে আর জড়াতে না চাই।

তবুও যেন এই মায়াজালে আমি পড়ি,
বারবার ঘুরেফিরে আটকে যাই,
কি এত টানে আমায় বুঝি না হায়,
আবারও কি মিথ্যে কিছু টানছে আমায়?

আমার অনুভূতি

একজন ঠকে যাওয়া মানুষের ভাবনা নিয়েই কবিতাটি।সে পূর্বে তার জীবনের প্রতিটি পদে ঠকেছে, অভিনয়ের কাছে আর মিথ্যে মায়ায়। আর এজন্যই সে নতুন কোনো কিছু দেখলেই মনে করে এটাও কোনো মায়াজাল। যেখানে অভিনয় আর মিথ্যে ভরা।আর সে যদি ধরা দেয় তাহলে সে নিঃশেষ হয়ে যাবে।হোক সেটা ভালোবাসা, হোক বাস্তবতা।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 days ago 

খুবই খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। অচেনা পথ এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আপু আপনি দারুণ কবিতা লিখেছেন। প্রতিটি লাইন ছন্দ মিলিয়ে উপস্থাপনা করেছেন। অচেনা পথ নামক কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আমাদের মাঝে সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

ঠিকই বলেছেন আপু, অভিনয়ের খেলায় কেউ জিততে যায় আর কেউ হেরে যায়। বেশ ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। কবিতার বিষয়বস্তু যেমন সুন্দর তেমনি কবিতার প্রত্যেকটা লাইন অসাধারণ। কবিতার প্রত্যেকটা লাইন পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনার শেয়ার করা স্বরচিত কবিতা টি পড়ে ভীষণ ভালো লাগলো আপু।এই ধরনের কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কবিতাটি যেমন সুন্দর ছিল লাইন গুলোও অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।