You are viewing a single comment's thread from:

RE: বেদনার অশ্রু বৃষ্টি হয়ে ঝরে

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি;
আকাশের বেদনা, নিজের বেদনা একাকার করে,
দু'জনেই অশ্রু বর্ষণ করে চলি ।

নিজ অন্তরের বেদনা অশ্রু হয়ে ঝরে,
বৃষ্টির জলে মিশে আড়াল করে চলে;
বৃষ্টির শব্দে কান্নার শব্দ অবিরত তাই ঢাকে ।

দাদা, এইযে কথাগুলো লিখেছেন,এগুলো পড়ে এতই ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। কারণ আমিও মাঝে মাঝে চিন্তা করি বৃষ্টি আর চোখের পানির মিল হয়ে যায় যখন আমরা বৃষ্টিতে ভিজি,তখন ২ টাই মিলেমিশে একাকার।কারো বোঝার সাধ্য নেই। খুব ভালো লেগেছে কবিতাটি, সম্পূর্ণ মনের ভাব তুলে ধরেছেন এই কবিতায়।