You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৭
তোমার কারণে হৃদয়ের বালুচরে,
বৃষ্টির আগমন হয়।
তোমার কারণে স্বপ্নের বেড়াজালে,
সুতোর বাঁধন আরো দৃঢ় হয়।
তোমার কারণে হৃদয়ের
নদীতে ঢেউ উঠে বারেবার।
তোমার কারণে হৃদয়ের
ঝর্ণার ধারা পথ বদলায়।