You are viewing a single comment's thread from:

RE: অপেক্ষার সাথে গুনছি সময়ের প্রহর || তৃতীয় বছর পূর্তির দ্বারপ্রান্তে আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ4 months ago

কথাগুলো পড়ে একদম মন ছুয়ে গেল ভাইয়া। আসলে এটা ঠিক বলেছেন অন্যান্য যে জায়গা গুলোতে বাংলা নিয়ে লেখালেখি বা কোন কিছু গঠিত হয়েছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে গিয়েছে বিভিন্ন কারণে অকারনে। কিন্তু এই প্রথম এমন একটা কমিউনিটিতে কাজ করছি যেখানে তিনটা বছর কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে সব কিছুতে সময়ের সাথে সাথে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করাটা সবার দ্বারা সম্ভব হয় না। এই কমিউনিটিতে আমি একদম শুরু থেকেই রয়েছি। আর তাই সব কিছুই মোটামুটি দেখে এসেছি। দাদার সকল রকমের অনুপ্রেরণা এবং কাজের ক্ষেত্র তৈরি করার পাশাপাশি কাজকে সহজ করে দেয়ার মত উদ্যোগ গ্রহণ করেছেন। আমার বাংলা ব্লগের প্রাণকেন্দ্রই হলেন তিনি। সবকিছুকে ঠিক রেখেছেন আর সর্বদিক বিবেচনা করেই কিন্তু সকল কাজ করেন। এজন্যই আমার বাংলা ব্লগ এখনো সুন্দর ও সুশীল রয়েছে।

Sort:  
 4 months ago 

কারন সেখানে আগ্রহী ছিলো, সুগঠিত টীম ছিলো কিন্তু সঠিক নেতৃত্ব ছিলো না। আমরা ভাগ্যবান কারন আমরা দাদার মতো সঠিক নেতৃত্ব পেয়েছি। দাদার নেতৃত্বে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ