You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৩
ব্যাডমিন্টন যদিও ছেলেদের জন্য অনেক প্রিয় একটি খেলা। তবে আমিও অনেক বেশি পছন্দ করতাম। আমরা কাজিনরা শীতকালে একত্রে হলে ব্যাডমিন্টন খেলতাম। একদিন পথের উপরে ব্যাডমিন্টন খেলছিলাম এমতাবস্থায় আমাদের বাড়ির যাকে আমি একদমই দেখতে পারিনা,যে সব সময় আমার পিছে লেগে থাকে হঠাৎ করেই সে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। ফ্যাদারটা যখন উপরের দিকে উড়ছিল তখন আমি এটা মারতে গিয়ে হঠাৎ তার মাথায় দিলাম বাড়ি। পরে তাকিয়ে দেখি যাকে দেখতে পারিনা তারই মাথায় বাড়িটা পড়লো।তখন কোন রকম নয়-ছয় করে বেঁচে গেলাম। পরে হাসতে হাসতে অবস্থা খারাপ যে একভাবে না একভাবে প্রতিশোধ নিয়েছি।
হাহাহ।।।লোকটা কে আমার ভালো করেই চেনা আছে।।আর ভালোই করেছো বাড়িটা দিয়ে।