জীবন যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র।একেক জনের যুদ্ধ একেক রকমের। তবে এটাও ঠিক আমার সত্যিই অনেক ভাগ্য করে জন্ম নিয়েছিলাম যে অন্তত ছোট বয়স টা খুবই আনন্দ উপভোগ করে বড় হতে পেরেছি।এইটুকু বয়সে যে বাচ্চার হাতে বই খাতা কলম থাকার কথা আর দিনের বাকি সময় আড্ডা খেলাধুলা করে সময় কাটানোর কথা অথচ তারা জীবীকার তাগিদে ব্যবসার মতো কঠিন কাজ সামলাতে হচ্ছে।খুবই দুঃখজনক ঘটনা।😔সুন্দর করে অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই মনা।❤️
আসলেই, যাদের হাতে এই বয়সে বই খাতা থাকার কথা, তারা এভাবে জীবিকার সন্ধানে কষ্ট করে উপার্জন করছে, বিষয়টি ভীষণ দু:খজনক।