You are viewing a single comment's thread from:
RE: হ্যাপি নিউ ইয়ার ২০২৫ (Happy New Year 2025)
শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাকে দাদা।বিগত বছরের নতুন বছর গুলোর চেয়ে এবারে নতুন বছর টি বিভিন্ন ঝুটঝামেলার মধ্য দিয়ে পার করেছি সবাই তাই এবার নতুন বছর কে স্বাগত জানানোর মতো তেমন কোনো উৎসাহ উদ্দীপনা একদমই ছিলো না।দাদা আপনার সবগুলো কথায় অনেক গুরুত্বপূর্ণ।তবে শেষের কথাটা মন ছুঁয়ে গেলো পরোপকারী মানুষ সবসময়ই বাঁশ খায়!তবে দাদা মানুষ যতোই বাঁশ দিক না কেনো ভালো মানুষের ভালো কাজের হিসেব সব লেখা রয়েছে ঐ যে উপরে বসে যিনি সর্বদা সবকিছু দেখছেন।আমি ভগবানে বিশ্বাস করি আর তাই মনে করি মানুষ যে যাই করুক ভগবান কখনো ভালো মানুষের ক্ষতি করেন না।দাদা একদিন দেখবেন সকল খারাপ মানুষের বিনাশ হবেই।নতুন বছর আপনার ও আপনার পরিবারের সকলের জীবনে ভালো কিছু বয়ে আনুক এই প্রার্থনা করি।🙏🙏