অর্ণবের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প (দ্বিতীয় পর্ব)
তারা সবাই কিন্তু উদ্যোক্তা জীবনের পথ মসৃণ ছিলো না। খুব দ্রুত অর্ণবের দোকানের প্রতিযোগীতা বাড়তে লাগল। শহরে আরো নতুন নতুন কফি শপ খুলতে লাগল। তাদের মধ্যে কিছু শপ ছিল যারা বড় এবং দামি কফি বিক্রি করতে শুরু করলো। যেটা অর্ণবের মতো ছোট উদ্যোক্তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াল। সেই সাথে শুরু হল এলাকার মাস্তানদের চাঁদা চাওয়ার প্রতিযোগিতা। এক একবার এক এক গ্রুপ এসে বিভিন্ন কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে যেতে লাগলো। সেইসাথে ক্রেতারা বড় এবং সুন্দর করে সাজানো কফি শপগুলোর দিকে ঝুঁকে পড়লো।
এই অসম প্রতিযোগিতায় অর্ণব হতাশ হয়ে পড়লো। সে ভাবতে লাগল, কীভাবে এই সমস্যার সমাধান করবে। এক রাতে ঘুমাতে যাওয়ার আগে অর্ণব একটি নতুন পরিকল্পনা করলো। সে ঠিক করলো, তার কফি শপের পরিবেশ এবং সেবার মান উন্নত করতে হবে। সে ক্রেতাদের জন্য বিশেষ অফার এবং ডিসকাউন্টের ব্যবস্থা করলো। পাশাপাশি, সে কিছু নতুন ও অভিনব কফির রেসিপিও বানানোর চেষ্টা করল। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।