সুশীল সমাজের ট্যাগ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সব সময় নিজেদেরকে ভালো মানুষ বলতেই পছন্দ করি এবং সব সময় আমরা ভালো মানুষ এটাই দাবি করি এবং আমরা সমাজের যতো রকমের খারাপ কাজ রয়েছে, সবকিছু করা সত্ত্বেও নিজেদেরকে সুশীল সমাজ হিসেবে আখ্যায়িত করতে সবচেয়ে বেশি পছন্দ করি। এবং এটাই আমার কাছে অনেক বেশি অবাক এর ব্যাপার। তাই ভাবলাম যে এটা নিয়েই কেননা আজকে লেখালেখি করা যাক। কারণ যেটা নিজের মনে হয়, সেটাই লেখার মাধ্যমে ব্যক্ত করাটা আনন্দের।

আমাদের সমাজের সুশীল সমাজ কিংবা সুশীল মানুষ বলতে আমরা যাদের বোঝাই। তারা হলো যারা এই সমাজে সব সময় ভদ্র সেজে থাকে, যাদের সভ্য বলা যায় ওই মানুষগুলোকে আমরা মূলত সুশীল সমাজ বলি। কিন্তু বর্তমানে দেখা যায় যে, তারা শুধুমাত্র এই ট্যাগ প্রাপ্ত মানুষ। অর্থাৎ তারা শুধুমাত্র নামেই সুশীল। সমাজ এর কাজে কোনো সুশীলতা তাদের মধ্যে দেখি না। অন্তত সমাজের জন্য কোনো ভদ্র সভ্য কাজ করতে তাদেরকে দেখা যায় না। কিন্তু তাও তারা এই ট্যাগ ধরেই বসে থাকে।

শুধু তাই নয়, তারা এই ট্যাগের আড়ালে যতো রকমের অসম্ভব কাজ রয়েছে সব কিছুই তারা করে এবং যতো রকমের খারাপ কাজ রয়েছে সব কিছুই তারা করে ফেলেছে। কিন্তু তাও তারা তাদের শরীরে এই ট্যাগটি লাগিয়ে। এইটা লাগিয়ে রাখার ও অনেক কারণ রয়েছে। অর্থাৎ এটা ট্যাগ লাগালে ১০ জন মানুষ ভালো চোখে দেখবে এবং তাদের খারাপ কাজগুলো গোপন থেকে যাবে। এগুলোই হলো বর্তমানে সুশীল সমাজের কিংবা সুশীল সমাজ এর ট্যাগ প্রাপ্ত লোকেদের কাজ। এই ট্যাগ এর মাধ্যমেই তারা খারাপ কাজ করে। অর্থাৎ অনেকটা বলা চলে যে, মুখোশের আড়ালে খারাপ মানুষ। অর্থাৎ ভালো মানুষের মুখোশের আড়ালে খারাপ কাজ করা ব্যক্তিদের মতো অবস্থা। আমাদের সমাজের ভালোর জন্যই এই মানুষগুলোকে চিহ্নিত করা উচিত।
Sort:  
 7 hours ago 

দুই একজন কে দিয়ে তো আর সবাইকে জাজ করা যায় না,এই দুনিয়ায় সব ধরনের মানুষ ই থাকবে। তবে এমন মুখোশ পড়া লোকের মুখোশ বেশিদিন থাকে না।তাদের মুখোশ খসে পড়েই একদিন।ধন্যবাদ আপনার চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করার জন্য।