ডিস্কাউন্ট মানেই কি প্রতারণা?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি আজকে একটি ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি । সেটা প্রথমে একটু শেয়ার করি, তারপরে মূল ব্যাপারটি আলোচনা করা যাবে। কয়েকদিন আগে আমি কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছিলাম। সেখানে ডিসকাউন্ট দিয়েছিলো। সে ডিস্কাউন্ট এর কারণ সেই শপটি তাদের নিউ প্রোডাক্ট লঞ্চ করেছিলো। তাই তারা প্রমোশনাল প্রাইসে সেসব প্রোডাক্ট বিক্রি করেছিলো। অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্ট অফ প্রমোশনাল প্রাইসে।

তাই আসলে আমি বেশ অনেকগুলো প্রোডাক্ট তাদের কাছে থেকে কিনেছি। যদি ও এখনো ব্যবহার করা হয়নি। কিন্তু কিছু মানুষের কথা শুনে মনে হলো যে, আসলে একটু লেখালেখি করাই যায়। যেমন আমার কিছু বান্ধবী আমার মাথা খারাপ করে দিচ্ছিলো এটা বলে যে, ডিসকাউন্ট মানেই বাজে জিনিস। কিন্তু আমি আপনাদের কি মনে হয় সেটা জানতে চাই।

আমার মনে হয় ডিসকাউন্ট মানে যে সব সময় প্রতারণা করা হয়ে থাকে,তা কিন্তু নয়। অর্থাৎ বেশিরভাগ শপ এ হয়তো ডিসকাউন্টের নামে বাজে প্রোডাক্ট ধরিয়ে দেওয়া হয় কিংবা দাম বাড়িয়ে পরে ডিসকাউন্ট দেয়া হয়। কিন্তু কিছু কিছু শপে তারা সত্যিকার অর্থে ই ডিসকাউন্ট দেয়। শুধুমাত্র তাদের প্রমোশন এর জন্য।

তাই আমরা যখন কোনো শপ এর নতুন প্রোডাক্টকে খারাপ বলি। তার আগে অবশ্যই সেটা নিজের একবার যাচাই করে নেওয়া উচিত। কারণ কোনো যাচাই-বাছাই ছাড়াই এভাবে কোনো কিছু নিয়ে মন্তব্য করাটা মোটেও ঠিক নয়। আর যারা তাদের ডিসকাউন্ট মানে প্রতারণা বলে। আসলে তারাই বেশি প্রতারিত হয়, ভালো সময় এ ভালো প্রোডাক্টগুলো কিনতে না পেরে। অর্থাৎ কম দামে কিনতে না পেরে, তারা নিজেরাই ঠকে।

আর একটি ব্যাপার হলো , কোনো কিছু কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করা উচিত।এরপর কিনলে, এরপর আর ঠকতে হয় না।যাচাই বাছাই ছাড়া শুধু ডিস্কাউন্ট এর নাম শুনলেই দৌড়ে কিনতে যাওয়া যাবে না।
Sort:  

Hello Friend
I really enjoy reading your article. You write very nice articles.
I am new to this platform plz support me.

 yesterday 

ডিসকাউন্ট মানেই যে প্রতারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ শুধুমাত্র আমাদের দেশেই ডিসকাউন্ট দেওয়া হয় এমনটা নয়,বরং সারাবিশ্বে বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেওয়া হয় প্রমোশনের জন্য। এটা আসলে বিজনেস পলিসি। নতুন রেস্টুরেন্টের প্রমোশনের জন্য খাবারের দামের উপরও ডিসকাউন্ট দেওয়া হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।