বর্তমান যুব সমাজ নেশা এক আসক্ত

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বর্তমান যুব সমাজ নেশা এক আসক্ত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-8226846_1280.webp



লিংক


আসলে আমরা সব সময় মনে করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হলো দেশের কর্ণধর। অর্থাৎ এই ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের দেশকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে কি করে ভালো পথে চালনা করা যায় এবং তাদের জীবনটাকে উন্নত করা যায়। আসলে যুবক সমাজের উপর নির্ভর করে একটা দেশের পুরো উন্নতি। কেননা এই যুবক সমাজ চাইলে তারা পৃথিবীর যেকোনো কিছু করতে পারে। কিন্তু বর্তমান সময়ে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখেছি যে এই যুবক সমাজ অনেকটা বিভিন্ন ধরনের নেশার উপর আসক্ত হয়ে যাচ্ছে। আসলে এর ফলে দেশের অগ্রগতি অনেকটা থমকে গেছে। কেননা তারা এখন বিভিন্ন ধরনের নেশা করে এবং এর ফলে তাদের শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের ক্ষতি হয়।


আসলে আমরা যদি এখনো যুব সমাজকে ভালোর দিকে এগিয়ে না নিয়ে যেতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আর এই পৃথিবীর কখনো কোন প্রকার উন্নতি সাধন করতে পারবে না। আসলে আমাদের উচিত সবসময় এইসব খারাপ লোকদের হাত থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য। কেননা যেভাবে নেশার উপর ঝুঁকে পড়ছে তাতে করে তারা জীবনে আর কখনো উন্নতি লাভ করতে পারবে না। এছাড়াও বাইরে এখন নেশাজাত দ্রব্য খুব সহজেই পাওয়া যায়। আর এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার ফলে তাদের মানসিক বিকাশে বাঁধার সৃষ্টি হচ্ছে। আসলে একটা জাতিকে পুরো ধ্বংস করে দিতে পারে এই নেশা। কেননা বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে সকল যুবসমাজ রয়েছে তারা কিন্তু কাউকে ভয় পায় না এবং সবার সামনে তারা বিভিন্ন ধরনের নেশা করে।


কিন্তু আমাদের সময় এরকম কখনো ছিল না। আমরা সব সময় আমাদের গুরুজনদের সম্মান করতাম এবং যদি কোন অন্যায় কাজ করতাম তখন আমরা কখনো এইসব বাইরের লোকেদের সামনে কোন অন্যায় কাজ করতাম না। আসলে আমরা সব সময় ভয় থাকতাম যে কোন ধরনের কোন নেশা যদি আমরা গ্রহণ করি তাহলে এতে করে সমাজের যেসব গুরুজন রয়েছে তারা আমাদের শাসন করবে। কিন্তু এখনকার সময় কেউ কাউকে আর ভয় পায় না। আর তাদের যদি আপনি কোন ভালো কথা বলতে চান তাহলে তারা বেঁকে বসবে। যদিও আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে সবসময় ভালোর দিকে নিয়ে আসার এবং এসব নেশার খারাপ দিকগুলো তাদের সামনে তুলে ধরা। কিন্তু মাঝে মাঝে আমাদের কথাগুলো কাজে লাগলেও বেশিরভাগ সময় আমাদের কথাগুলো তাদের কোন কাজে আসে না।


আসলে তারা এখন অনেকটা স্বাধীন ভাবে চলাচল করতে পছন্দ করে এবং তাদের জীবনে যদি কেউ কোন প্রকার নাক গলায় তাহলে তা তারা কখনো মেনে নিতে পারে না। আসলে এভাবে যদি তারা নিজেদের মত চলতে চেষ্টা করে তাহলে কিন্তু তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এবং জীবনেও তারা কোন রকম কাজ করতে পারবে না। তাই তো আমাদের সবসময় উচিত যে কোন কিছুর বিনিময়ে আমাদের যুবকদের এইসব নেশার থেকে বেরিয়ে এলে একজন ভালো মানুষ হিসেবে তাদেরকে সবার সামনে পরিচয় করতে হবে। আসলে তারা যদি একবার ভালো হওয়ার সুফল গুলো জানতে পারে তাহলে কিন্তু তারা আর কখনো নেশা গ্রহণ করবে না এবং সব সময় চেষ্টা করবে দেশের উন্নতি করার জন্য। আর এজন্য আমরা সব সময় নেশাকে না বলব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।