বাস্তবতা বড়ই কঠিন

soap-bubble-3527306_1920.jpg

Source

আমাদের জীবনের মধ্যে আমরা কত কিছুই না পরিকল্পনা করে থাকি, কত কিছুই স্বপ্ন দেখেই কল্পনা করি এবং সেই স্বপ্ন অনুযায়ী সব সময় কাজ করে যাওয়ার চেষ্টা করি। কিন্তু দিন শেষে বাস্তবতার কাছে সবসময় হেরে যেতে হয়। এই বাস্তবতা বড়ই নিষ্ঠুর। বাস্তবতার কাছে এমন অনেক মানুষ হেরে যায় যেটা আমরা কল্পনাও করতে পারবোনা। বাস্তবতায় বেঁচে থাকতে গেলে বাস্তব জীবনে থাকতে হবে। কল্পনার জগত থেকে যতটা সম্ভব আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিতে হবে। তার মানে এই নয় যে আপনি স্বপ্ন দেখবেন না। স্বপ্ন এবং কল্পনা দুটো ভিন্ন জিনিস সেই পার্থক্যটা যদি আপনি বুঝতে পারেন সে ক্ষেত্রে এই বিষয়ে আর আপনার কোন সমস্যা হবে না।

যেই ছেলেটা বাসায় ভাতের প্লেটটাও ধুয়ে রাখত না, সেই ছেলে এখন বাহিরে নিজের রান্না করে নিজে খাওয়া দাওয়া করে। এটাই হচ্ছে বাস্তবতার সবথেকে বড় উদাহরণ। বাস্তবতা আমাদেরকে এমন কিছু শেখায়েন যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনা বরঞ্চ আমরা নিজেকেই বুঝতে পারি না যে আমার দ্বারা এই কাজটি করা সম্ভব। যদি বাস্তবের সাথে আপনি মিলে যেতে পারেন তাহলে কোন কিছুই আর অসম্ভব হবে না। আপনি নিজেকে জানার জন্য বাস্তবতায় ঢুকে পড়ুন। এই সমাজের সব অলিখিত নিয়মগুলো বুঝে এই সমাজ এগিয়ে যান সৎ ভাবে।

বাস্তবতা আমাদের বুঝতে শেখায় আমাদের জীবন নির্বাহ করতে শেখায়। এর কারণেই আমরা নিজেদেরকে জানতে পারি এবং পরবর্তী ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। কিন্তু কল্পনার জগতটা সম্পূর্ণই নিজের থাকে। এখানে বিরোধীদল বলতে কোন কিছুই থাকে না, যেখানে কোন ধরনের চ্যালেঞ্জ থাকে না, কিন্তু এই সব কিছুই বাস্তবতার মাঝে দেখতে পাওয়া যায়। বাস্তবে আপনি যদি কোন কাজ শুরু করেন তাহলেই দেখবেন সেই কাজ করতে গেলে কত ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই বাস্তবতা বড়ই কঠিন এখানে বেঁচে থাকতে গেলে আপনাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে যুদ্ধ।

জীবনে সবকিছুই করা সম্ভব যদি আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কাজ চালিয়ে যান এবং বাস্তবতাকে গ্রহণ করে নেন। তাহলেই কোন ধরনের সমস্যা আর আপনার সমস্যা মনে হবে না। আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif