জীবন বড়ই মূল্যবান

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবন বড়ই মূল্যবান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


statuettes-797942_1280.jpg



লিংক

আসলে আমাদের এই পৃথিবীতে আমাদের জীবনটা কিন্তু সবথেকে বেশি মূল্যবান। আর এই মূল্যবান জীবনে আমরা সব সময় সঠিকভাবে চলাচলের চেষ্টা করব। কেননা আমরা যদি আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলি তাহলে কিন্তু এর ফল কখনো ভালো হতে পারে না। আসলে জীবন এমন একটা জিনিস যা একবার চলে গেলে তা পুনরায় ফিরে পাওয়া যায় না। তাইতো এই মূল্যবান জীবনকে যদি আমরা সঠিক মূল্যায়ন করে বড় হওয়ার জন্য চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই জীবনের পুরোটাই সার্থক হবে। এই পৃথিবীতে বহু মানুষ জন্মগ্রহণ করে আবার বহু মানুষ মারা যায়। একটা জিনিস আপনারা সবাই খেয়াল করে দেখেছেন যে এত মানুষের মধ্যে আমরা কয়জন মানুষকে সবসময় মনে রাখি। আসলে মানুষ মৃত্যু এবং জন্মের মধ্যে সীমাবদ্ধ কখনোই থাকতে পারে না।


একটা মানুষ কিন্তু তার মৃত্যুর পরেও এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। কেননা সেই মানুষটা যদি তার মূল্যবান জীবনে প্রতিটা সময়ের সঠিক ব্যবহার করত এবং মানুষের উপকার করার চেষ্টা করত তাহলে কিন্তু মানুষ তার মৃত্যুর পরেও তাকে সবসময় মনে রাখতো। আসলে মানুষের মনে রাখার মতো কাজ যদি আমরা করতে পারি তাহলে মানুষের মধ্যে সবসময় মনে রাখবে। এছাড়াও আমরা আরেকটা জিনিস সবসময় খেয়াল করে দেখি যায় এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা তাদের মূল্যবান জীবনকে বিভিন্নভাবে নষ্ট করে। কেউ আছে এই পৃথিবীতে অলসের মতো তাদের জীবনটাকে নষ্ট করে আবার কেউ বিভিন্ন ধরনের নেশা দ্রব্য গ্রহণ করে তার জীবনটাকে নষ্ট করে। আসলে এভাবে যদি মানুষ তার মূল্যবান জীবনকে নষ্ট করে তাহলে সে জীবনে কখনো উন্নতি করতে পারবে না।


আসলে একটা জীবন যদি একবার চলে যায় সে কিন্তু তার জীবনটাকে আর কোনভাবে ফিরিয়ে আনতে পারবে না। কেননা মানুষের জীবন যেহেতু মূল্যবান সেহেতু সে যদি তার জীবনের প্রতিটা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে সে কিন্তু জীবনে অবশ্যই বড় একজন মানুষ হতে পারবে এবং একই সাথে সে কিন্তু অন্যের বিভিন্ন ধরনের উপকার করতে পারবে। কেননা এই পৃথিবীতে উপকার করার মত মন মানসিকতার মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন। আসলে আমরা যদি অবহেলায় আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলি এবং বাইরের বিভিন্ন নেশা গ্রহণ করে আমাদের জীবনটা কেন নষ্ট করে ফেলি তাহলে কিন্তু এর ফলে আমাদের পরিবারের লোকজন আমাদের জন্য অনেক বেশি কষ্ট পাবে। কেননা পরিবারের লোকজন কিন্তু অনেক কষ্ট করে আমাদের বড় করে তুলেছেন।


আর আমরা যদি পরিবারের লোকজনদের কথা ভুলে গিয়ে নিজের জীবনটাকে নষ্ট করার জন্য সব সময় চেষ্টা করি তাহলে এর সবথেকে বেশি কষ্ট পাবে মা-বাবা। কেননা একটা মা-বাবা তার সন্তানদেরকে সব সময় মানুষ করার জন্য চেষ্টা করে এবং তারা যাতে জীবনে কোন অভাব বোধ না করে এজন্য মা-বাবা সব সময় কঠোর পরিশ্রম করে। আসলে এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে কিন্তু আমরা কখনো সম্মুখে এগিয়ে যেতে পারবো না। তাইতো এই মূল্যবান জীবনে মা-বাবার কথা মনে পড়ে এবং দেশের কথা মনে পড়ে সব সময় আমাদের সৎ উপায় অবলম্বন করে কাজ করে যাওয়া উচিত। কেননা আমরা যদি সৎ উপায় অবলম্বন করে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনে বড় হতে পারব। আর আমরা আমাদের জীবনের প্রতিটা সময়কে সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।