জানা অজানা মহাবিশ্ব
আমরা পৃথিবী নামক গ্রহে বসবাস করি এবং পৃথিবীটাই আমাদের কাছে অনেক বড় একটি জায়গা মনে হয়। কিন্তু আপনার অনেকেই জানেন এই পৃথিবীর চেয়েও ১৩ লক্ষ গুণ বড় আমাদের সৌরজগতে থাকা সূর্য। আবার বিজ্ঞানীরা এমন একটি সূর্য খুঁজে পেয়েছে যেটা আমাদের সূর্যের থেকেও বিলিয়ন টাইম বড় এবং তার আলো সূর্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেই নয় বছর লেগে যায়। তাহলে আপনি চিন্তা করে দেখুন সেই সূর্যটা কত বড়...!
সেই সূর্যকে যদি আমাদের সূর্যকে দ্বারা রিপ্লেস করা হয় তাহলে সেই সূর্যের ব্যাস নেপচুন গ্রহ পর্যন্ত চলে যাবে বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন। তাহলে চিন্তা করে দেখুন সেই সূর্য কত বড়! মহাবিশ্বে এমন অনেক বস্তু রয়েছে যেসব বস্তু সম্পর্কে আমরা এখনো বেশিরভাগ তথ্যই জানিনা বরঞ্চ তাদের যে অস্তিত্ব রয়েছে সেসব বিষয়ে আমরা মোটামুটি একটু ধারণা রাখি। ঠিক যেমন ব্লাক হোল, ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার। এসব বিষয়বস্তুর সাথে আমরা খুব বেশি একটা পরিচিত নই তবে এই বিষয়বস্তুগুলো যে মহাবিশ্বে অবস্থান করছে সেটা প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি। তবে আজ সব বিষয়বস্তু আবিষ্কার হয়েছে সেসব এর মধ্যে এই তিনটা বিষয়ে আমরা সব থেকে কম ধারণা রাখি।
তবে এর বাহিরে একটি অন্যরকম বিষয়বস্তু রয়েছে যাকে আমরা অ্যান্টি ম্যাটার হিসেবে চিনে থাকি। এটা সাধারণত যে কোন ম্যাটারের বিপরীত দিকে বুঝায়। তবে কিছুদিন আগেই বিজ্ঞানের একটি গবেষণা করে এন্ট্রি ম্যাটার কিছু সেকেন্ডের জন্য তৈরি করতে পেরেছে। কিন্তু বিষয়টা এমন যে প্লাস মাইনাসে যদি এক করেন তাহলে ফলাফলটা কিন্তু শূন্য দাঁড়ায়। ঠিক তেমনি। এন্টিম্যাটার যখনই আমরা তৈরি করি না কেন পাশের কোন ম্যাটারের সাথে সংঘর্ষ করে সে আবার বিলীন হয়ে যায়। মজার বিষয় হচ্ছে আমরা যেসব বস্তু সম্পর্কে আগে যেসব তথ্য পেতাম সেসব ম্যাক্সিমাম তথ্যই এখন ভুল প্রমাণিত হচ্ছে এবং নতুন নতুন তথ্য আমাদের সামনে চলে আসছে।
যারা এসব নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য এই বিষয়টা অনেকটাই অ্যাডভাচার কর বলে মনে হয়। কারণ ব্যক্তিগতভাবে আমিও এই বিষয়বস্তুর সাথে নিবিড়ভাবে সম্পর্ক রাখি। আপনার কি মনে হয়? এই মহাবিশ্ব কতটা বড় এবং কতটা রহস্যময়। আপনার মন্তব্য বিস্তারিত কমেন্টে লিখতে পারেন। আজকের মত এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
হে মহাবিশ্বটা অনেক বড়। আমাদের সৌরজগৎ ছাড়াও এ বিশ্বের বুকে আরো এমন সৌরজগত রয়েছে। আমাদের সূর্যের চেয়েও অনেক বড় বড় সূর্য রয়েছে এই মহাবিশ্বের। সমস্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে এবং জানতে আমার খুবই ভালো লাগে। অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। খুবই ভালো লাগলো এই বিষয়টা জেনে।