আসুন প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী ভাবে কাজ করি
বর্তমানে এমন একটি সমাজে আমরা বসবাস করছি, যে এই সমাজের সহযোগী বদলে প্রতিদ্বন্দ্বী ভেবেই আমরা সকলে কাজ করছি। আমরা সকলেই এমন ভাবে এই সমাজটাকে গঠন করছি, যাতে করে একে অপরকে সহযোগিতা পূর্ণ আচরণ থেকে আমরা সকলেই বিরত থাকি। এর বিশেষ কিছু কারণ রয়েছে। এমনটা নয় যে আগে থেকেই আমরা মানব সভ্যতা এরকম ছিলাম। আগে থেকেই মানব সভ্যতা দলবদ্ধ ভাবে বসবাস করে।
কিন্তু যুগের পর যুগ মানুষের স্বভাবের পরিবর্তন এবং লোভের কারণে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠি। আমরা যেই অফিসে কাজ করি না কেন সেই অফিসের লোকেদের কে সহযোগীরা না ভেবে আমরা প্রতিদ্বন্দ্বী ভেবে কাজ করি। এতে করে কিন্তু অভারঅল কোম্পানির লস হয় এবং একে অপরের সাথে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এবং সহোযোগী ভেবে কাজ করতে হবে। যম সফলতার মানেই শুধু মাত্র যে টাকা পয়সা ইনকাম করা তা কিন্তু নয়। দিন শেষে আমরা সবাই চাই যেন, আমাদের সবাই ভালো হিসেবে চিনতে পারে।
আবার আমাদের মাঝেই কিছু ভালো মানুষ দেখা যায় আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও দেখা যায়। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনারা যে অফিসে কাজ করেন সেখানে রাজনীতি নেই?? সেখানেও প্রচুর রাজনীতি চলে এবং যার রাজনীতির ক্ষমতা বেশি সে সাধারণত সেই অফিসের খুব তাড়াতাড়ি ভালো পর্যায়ে যেতে পারে। যদি শুদ্ধ বাংলা ভাষায় বলতে হবে তাহলে এটাকে বলা হয় তেলমারা ও অন্যের দোষ খোজা। আমাদের এই সমাজে সব ধরনের মানুষ এই হয়েছে। কেউ ভালো, কেউ খারাপ কেউ আবার নিজেকে অনেক বড় মনে করে। সব মিলিয়ে আমাদেরকে এই সমাজে বেঁচে থাকতে হবে এবং এমন একজন মানুষ হিসেবে নিজেকে রূপান্তর করতে হবে যেন সবাই আমাদের ভালো মানুষ হিসেবে চিনতে পারে।
আচ্ছা আপনার কি কখনো অন্য মানুষের সাহায্য করেছেন? যদি সাহায্য করে থাকেন তাহলে সেই অনুভূতিটাও কতটা মধুর হয় সেটাও জেনে থাকবেন। একে অপরকে সহযোগিতা পূর্ণ আচরণ এবং ভালো ব্যবহারই পারে আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। তাই আমি আবারও বলতে চাই। আসুন আমরা সকলেই একে অপরকে সাহায্য সহযোগিতা করি। একে অপরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে এক সাথে কাজ করি। তাহলেই এই সম্পূর্ণ সমাজ পরিবর্তন হবে এবং আমরা একটি চমৎকার সমাজে বসবাস করতে পারব। আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।