লেভেল-০৪ হতে আমার অর্জন-By @durjoy2065

in আমার বাংলা ব্লগ24 days ago (edited)
সবাইকে নমস্কার এবং আদাব।

আশা করি স্টিমিট পরিবারের সবাই ভাল আছেন। মহান সৃষ্টিকর্তার কৃপায়।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য।গত ১৬/১১/২০২৪ তারিখে আমি @abb-school থেকে লেভেল ০৪ এর ক্লাস শেষ করেছি।যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,

1000025019.jpg

তাহলে এবার শুরু করা যাক।উক্ত ক্লাসে আমার অর্জিত জ্ঞানের আলোকে আজকের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করবো।

লেভেল ৪ এর প্রশ্নপত্রের উত্তরসমূহ নিম্নে বর্ণিত করা হলো:
১.p2p কি?
উওর: p2p হলো person to person transfer । অর্থাৎ p2p একজন স্টিম ইউজারের ওয়ালেট থেকে অন্য স্টিম ইউজারের একাউন্টে STEEM,SBD এবং TRX ট্রান্সফার করাকে বোঝায়। p2p সম্পন্ন নিষিদ্ধ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাই এবং সেল এর ক্ষেত্রে। তবে যদি আমরা কাউকে ডোনেশন দিতে চাই অথবা কাউকে গিফট করতে চাই তাহলে অবশ্যই p2p করার সময় মেমোতে কারণ উল্লেখ করতে হবে

২.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উওর:
প্রথমে এক্টিভ কি দিয়ে লগইন করে ওয়ালেটে যেতে হবে। তারপর স্টিম ডলারের পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। ড্রপডাউন মেনুতে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে সেখান থেকে ট্রান্সফার এ ক্লিক করতে হবে।

•এরপর to তে যাকে পাঠাতে চাই তার steem account username অর্থাৎ এখানে @level4test বসাতে হবে।

• amount এর ঘরে যত SBD পাঠাতে চাই তা লিখতে হবে অর্থাৎ 0.001 SBD বসাতে হবে।

• মেমো এর ঘরে যে কারণে SBD পাঠানো হচ্ছে সে কারণ উল্লেখ করতে হবে। অর্থাৎ আমি এখানে level4 test exam মেমো হিসেবে লিখতে হবে।

• এরপর next button এ ক্লিক করে সবকিছু ঠিক থাকলে ok button এ ক্লিক করে active Key দিয়ে sign in করলে SBD সেন্ড হয়ে যাবে।



৩। প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ
প্রথমে এক্টিভ কী দিয়ে৷ লগিন করে ওয়ালেটে যাবো।
লিকুইড স্টিম এ ডলার এর পাশে থাকা ড্রপডাউন আইকনটিতে ক্লিক করলে একটি লিস্ট ওপেন হবে সেখান থেকে ট্রান্সফার এ ক্লিক করবো।
to তে আইডি তে পাঠাতে চাই সেই আইডি অর্থাৎ
@level4test বসাবো।
amount এর ঘরে যত স্টিম পাঠাতে চাই সেটা বসাবো অর্থাৎ 0.001 বসাবো।
Memo এর ঘরে যে কারনে steem পাঠানো হচ্ছে সেই কারন উল্লেখ করবো। আমার ক্ষেত্রে - test for level 4 exam।
এরপরে next বাটনে ক্লিক করে দেখে নিবো যে সব কিছু ঠিক আছে কিনা।
সব কিছু ঠিক থাকলে ok বাটনে ক্লিক করে active key দিয়ে sign In করে steem সেন্ড করবো।



৪। প্রশ্নঃ Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ
এক্টিভ কী দিয়ে লগইন করে ওয়ালেটে যাবো এরপর আমার প্রোফাইল পিকচার এর পাশে থাকা তিনটি বার যুক্ত আইকনটিতে ক্লিক করবো।
একটি লিস্ট ওপেন হবে সেখান থেকে currency market এ ক্লিক করবো।
এরপর Buy Steem এ থাকা price এর ঘরে অর্ডার বুক এ থাকা যে কোনো একটা price বসাবো।
অ্যামাউন্টের ঘরে বসাতে হবে। এরপর buy steemm বাটনটিতে ক্লিক করতে হবে
এবং পরবর্তীতে ওকে বাটনে ক্লিক করে কনফার্ম করবো এরপর একটিভ কি দিয়ে সাইন ইন করে SBD থেকে steem এ কনভার্ট সম্পন্ন করতে হবে।


৫। প্রশ্নঃ Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তরঃ
প্রথমে একটি ব্রাউজারে poloniex.com লিখে সার্চ করবো।
এরপর signup বাটনে ক্লিক করবো। সামনে নতুন একাউন্ট খোলার ফর্ম চলে আসবে।
Email এ ই-মেইল আইডি দেবো। আমি এখানে [email protected] দিচ্ছি। পাসওয়ার্ডের ঘরে ৮ ক্যারেক্টর এর ওপর স্ট্রং পাসওয়ার্ড দিবো।
এবারে ক্যাপচা মিলাতে হবে
এবারে আমার ইমেল একাউন্টে একটি কোড যাবে সেটি কপি করে এনে ভেরিফিকেশন কোডের জায়গায় বসিয়ে activate account এ ক্লিক করলে একাউন্ট খোলা হয়ে যাবে।





৬। প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তরঃ
প্রথমে আমি আমার poloniex site এ লগইন পেজে গিয়ে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবো।
এরপর ওয়ালেটে ক্লিক করে deposit/buy বাটনে ক্লিক করবো
এখানে একটি লিস্ট ওপেন হবে সেখানে Deposit লেখাতে ক্লিক করবো।
এখন একটি সার্চ বক্স দেখতে পাবো সেখানে স্টিম লিখে সার্চ করবো। এবং নিচে স্টিম লেখাতে ক্লিক করবো।
এবার নেটওয়ার্ক হিসেবে স্টিম সিলেক্ট করবো।
এরপর qr code সহকারে এড্রেস এবং মেমো দেখতে পাবো। এড্রেস এবং মেমোটি কপি করে রাখবো।
এবারে আমি আমার স্টিমিট এ লগইন করে ওয়ালেটে যাবো।
এখামে আমার লিকুইড স্টিমের একাউন্ট এর পাশে ড্রপডাউনে ক্লিক করলে একটি লিস্ট ওপেন হবে।
সেখানে ট্রান্সফার লেখাতে ক্লিক করবো।
এখন একটি ফর্ম ওপেন হবে। ওপেন হওয়া ফর্মটিতে To তে কপি করা poloniex এর address টি বসাবো।
এবং এমাউন্টে আমি যত স্টিম ট্রান্সফার করতে চাচ্ছি সেটি বসাবো। যেমন আমি 1 স্টিম ট্রান্সফার করতে চাচ্ছি। সুতরাং 1 বসাবো। আর মেমোতে poloniex থেকে কপি করা মেমোটি বসিয়ে দেবো এবং next এ ক্লিক করবো।
এবারে ফর্মটি রিভিউ করে ok এ ক্লিক করি।
এবারে আমার স্টিম একাউন্টের প্রাইভেট কী দিয়ে sign in করে ট্রান্সফারটি সম্পন্ন করবো।




৭. প্রশ্নঃ Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন?

উত্তর : প্রথমে আমি আমার Poloniex account এ প্রবেশ করব। তারপর ট্রেড অপশনে ক্লিক করব। উপরে ৩ ডট এ ক্লিক করব সার্চ অপশনে steem লিখে সার্চ করব। তারপর নিচে স্টিম এ ক্লিক করবো। এরপর buy এবং sell ২ টা অপশন দেখতে পাবো। একাউন্টের ঘরে এমাউন্ট বসাবো তারপর নিচে থাকা sell steem a ক্লিক করলে steem sell হয়ে usdt হয়ে যাবে।

Steem কে Usdt তে exchange:

)




(TRX অপশনটি skip করতে বলা হয়েছে)

IMG_5570-01.jpeg

> আমি দুর্জয় বড়ুয়া। আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি।


New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 24 days ago 

1000025027.jpg

1000025028.jpg

1000025025.jpg

 23 days ago 

মূলত লেবেল ৪ থেকে ট্রান্সফার সংক্রান্ত প্রতিটা বিষয় শেখানো হয়। আর আপনি সেই বিষয়গুলো ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপন করেছেন আশা করি খুব দ্রুতই পরবর্তী লেভেলের জন্য প্রস্তুত হতে পারবেন শুভকামনা রইল আপনার জন্য।

 22 days ago 

ধন্যবাদ

 23 days ago 

আপনার লেভেল চারের লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল চারের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো।লেভেল চার একজন স্টিমিট ব্লগারের জন্য খুবই উপকারী। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 22 days ago 

ধন্যবাদ আপনাকে।