কঠিন চীবর দান অনুষ্ঠানে।

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)
সবাইকে নমস্কার এবং আদাব।

আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। আজকে আমি আপনাদের সাথে আমার ধর্মীয় অনুষ্ঠানের কঠিন চীবর দানে অংশগ্রহণ এবং নানাবিধ অনুষ্ঠান সম্পন্ন এবং বন্ধুদের সাথে সাক্ষংকার এর ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলে ভালো লাগবে অনেকের বুঝতে কিছুটা সমস্যা হবে এ কারণে এইখানে বৌদ্ধ ধর্মীয় অনেক শব্দ ব্যবহার করা হয়েছে।

1000024283.jpg


তাহলে শুরু করা যাক। আসলে কঠিন চীবর দানটি হল বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষের দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব। এটি মূলত তিন মাস বৌদ্ধ ভিক্ষু সংঘের বসাবাস শেষে প্রবারণার পূর্ণিমার এক মাসের মধ্যে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে পালন করা হয় এবার আমার ঢাকার অনেকগুলো বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দান বা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে আমার ।গত ১৫ই নভেম্বর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহার মাঠ প্রাঙ্গণে কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিলো যেটা আমি অংশগ্রহণ করি আজকে সম্পূর্ণ অনুষ্ঠানের সম্পর্কে আপনাদের জানানোর জন্য আজকের এই ব্লক লেখা ।

অনুষ্ঠানের প্রথম পর্বে বুদ্ধ পূজা সংঘদান ও অষ্ট পরিস্কার দান ও মহাসংগদান অনুষ্ঠিত হয়। জগতের সকল প্রাণীর মঙ্গলের জন্য ধর্মীয় সূত্র পাঠ। শ্রদ্ধাবান উপাসক উপাসিক দের জন্য পঞ্চশীল এবং অষ্টশীল পাঠ করা হয়। সকল দূর দুরান্ত থেকে আগত আত্মীয়-স্বজন জন্য এবং ভিক্ষু সংঘের জন্য মধ্যাহ্নবোধের আয়োজন করা হয়। সকালের পর্বটা সম্পন্ন হয় সুন্দরভাবে।

1000024280.jpg


এই পর্বের মাঝে আমরা বন্ধুরা মিলে কিছু ছবি তুলি যা আপনাদের সাথে শেয়ার করলাম।

1000024502.jpg


অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব দুপুর ২ ঘটিয়ে অনুষ্ঠিত হয়। সবাই নিজ নিজ আসন গ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার চেষ্টা করে। এরপর অনেক গুণী ব্যক্তিবর্গ তাদের ভাষণ আমাদের মাঝে উপস্থাপন করেন যা আমাদের মনকে প্রসন্ন করতে সাহায্য করে।বুদ্ধ ধর্মের গুরু এবং অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অনেক দেশের এম্বাসেডর উপস্থিত হয়। বুদ্ধ ধর্মীয় গুরুদের ধর্ম দেশনা শেষে হওয়ার পর সবাই শিলে প্রতিষ্ঠিত হয়। সকালে মিলে কঠিন চীবর উৎসর্গ করি এবং অষ্টশীল এবং পঞ্চশীল গ্রহণ করি। এভাবে আমাদের দ্বিতীয় পর্ব টা শেষ হয়

1000022727.jpg


দ্বিতীয় পর্বের শেষে হয়েছিল গৌতম বুদ্ধের কেশ ধাতু কে উৎসর্গ করে ফানুষ উওেলোন।যা ছিল আজকের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আসলে আমাদের সকলের ফানুষ বা আকাশ প্রদীপ ও উড়াতে খুবই ভালো লাগে।

1000024333.jpg


অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। যা খুবই মনোমুগ্ধ হচ্ছিল এখানে। ছোট বাচ্চাদের কবিতা আবৃতি সঙ্ঘবদ্ধ নৃত্য।এবং অনেক ক্লাসিক কিছু গান আমাদের শিল্পীর আমাদের সামনে উপস্থাপন করেন।