You are viewing a single comment's thread from:
RE: গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়" - পর্ব ০৩
দাদা যতই পড়তেছি ততই মনে হচ্ছে আরো গভীরে চলে যাচ্ছি। তবে মনে হচ্ছে, ইন্সপেক্টর মিত্র হরিসাধন এর উপর সন্দেহ। কেননা হরিসাধন সবকিছু জানে মনে হচ্ছে।
নইলে ইন্সপেক্টর মিত্র হরিসাধন এর চোখে দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকত না।
" ।-"শোনো হরিসাধন, তুমি কি সত্যিই চাও তোমার বাবুর হত্যাকারীকে ধরে উচিত সাজা দেই ?"
থরথর করে কেঁপে উঠলো হরিসাধনের সারা শরীর ।
এই কথার মাঝে অনেক রহস্য লুকিয়ে আছে। জানিনা পরবর্তীতে কেস টা কোন দিকে ঘুরে যাবে'। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।