"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার আমার পরিচয় পর্ব পোস্ট..... ০২ জুলাই ২০২১.

in আমার বাংলা ব্লগ4 years ago


আসসালামু আলাইকুম।

সবাইকে " আমার বাংলা ব্লগ " কমিউনিটিতে স্বাগতম। আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি steem প্লাটফর্মে ২০২০ সালের আগষ্ট মাসে যোগদান করি। সেই সময় আমি আমার পরিচিতি পোস্ট করেছিলাম। আজ আমি আবার আমার বিষয়ে পরিচিতি পোস্ট করব। আমার বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব।



IMG_20210514_090843.jpg

IMG_20210514_090830.jpg

আমার নাম ইমন হোসেন। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে তৃতীয় সেমিষ্টারে ইলেকট্রিক‍্যাল টেকনোলজিতে লেখাপড়া করি। আমি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় বসবাস করি। আমি গ্রামে বাস করি। কুষ্টিয়া জেলাকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। আমি খেলাধুলা খুব পছন্দ করি। আমি ক্রিকেট ফুটবল ব‍্যাডমিন্টন সব খেলায় খেলে থাকি।



IMG_20210116_102620.jpg

IMG_20201204_113732.jpg

IMG_20201126_161140.jpg

IMG_20201027_085054.jpg

IMG_20201002_102212.jpg

IMG_20200915_092839(1).jpg

IMG_20200908_090727(1).jpg

IMG_20200823_114413.jpg

IMG_20200712_192054.jpg

এগুলো সব আমার বাগানের গাছের ফুল। আমার বাগানে অনেক ফুল গাছ আছে। বলা যায় এটা আমার শখ। আমি খুব ছোট থেকেই ফুল গাছ রোপন করি। আমার বাগানে কয়েক প্রজাতির গোলাপ,গাদা, রঙ্গন, জবা, আরও অনেক রকম ফুলের গাছ আছে। এসকল ফুলের গাছ আমি নিজের টাকায় ক্রয় করেছি। এবং আমি প্রতি সপ্তাহে আমার ফুল বাগানের পরিচর্যা করি। ফুল বাগান পরিষ্কার করি।



IMG_20201018_213419.jpg

IMG_20201018_213330.jpg

IMG_20201110_101118.jpg

IMG_20201110_093220.jpg

আমার একটি বিড়াল এবং একজোড়া বাজরিকা পাখি রয়েছে। এগুলো আমার খুবই প্রিয়। আমার বিড়ালের নাম সাইমন। সাইমন খুবই শান্ত স্বভাবের বিড়াল। সাইমন প্রায় দুইবছর ধরে আমার সাথে আছে। সাইমন বেশিরভাগ সময় আমার সাথেই কাটায়। সাইমন আমার খুবই প্রিয় একটি পোষা প্রাণী। এবং বাজরিকা পাখি দুটি আমার পোষ‍্য। পাখি দুটো ছোট থাকতে আমি কিনেছিলাম। পাখি দুটি এখন বড় হয়ে গেছে। পাখি দুটি খুবই সুন্দর দেখতে। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোন বিষয়ে।



@rme



Sort:  
 4 years ago 

নিয়মিত ভালো মানের কনটেন্ট এ কমিটিতে পোস্ট করবা। আমি জানি তুমি ভালো করতে পারবে। তোমার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার উপর বিশ্বাস রাখার জন্য।💖💖💖

 4 years ago 

স্বাগতম আপনাকে, " আমার বাংলা ব্লগ " কমিউনিটিতে। প্রতিনিয়িত পোষ্ট করে যাবেন, এই দোয়া করি।

 4 years ago 

ইনশাআল্লাহ।

 4 years ago 

আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকার জন্য।

 4 years ago 

অবশ্যই।