You are viewing a single comment's thread from:
RE: সংগ্রামে প্রণয় (My Original Bengali Poetry "Love in Conflict")
বতর্মান সময়ের কিছু মানুষের চরিত্রের সাথে কবিতাটির মিল খুজে পাওয়া যায়। যারা বিনা দোষে শুধুমাত্র ক্ষমতা দেখানোর জন্য ভালো মানুষের উপর অত্যাচার চালায়। এবং ক্ষমতার প্রভাবে আবার কোনো শাস্তি পাওয়া লাগে না। তার সাথেও তার সহকর্মীরা একদিন ক্ষমতার জোরে এটাই করবে তাকে হয়ত ধোঁকা দেবে। এবং দিনশেষে সে যখন বুঝবে সে ভূল করেছে কিন্তু সে আর তখন ফিরে আসতে পারবে না। কারণ তখন তার সময় ঘনীয়ে এসেছে। তবুও সে বাঁচতে চাইবে। কিন্তু তার পূর্বের কর্মকান্ডের জন্য তার দিকে কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে না। সুতরাং সময় থাকতে সাবধান হও। মানুষের কল্যাণে এসো। তাদের উপর জুলুম বাদ দাও।।