You are viewing a single comment's thread from:
RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-২১ (Weekly Hangout Report-21)
খুবই আনন্দ হচ্ছে ভেবে আমাদের কমিউনিটি এখন স্টিম প্লাটফর্মে সব কমিউনিটির মধ্যে তৃতীয় অবস্থানে আছে। এই ক্রেডিট কিন্তু সম্পূর্ণ আপনাদের এবং দাদার। দাদার সহযোগিতা এবং আপনাদের মতো গাইড না পেলে আমরা এতো ভালো করতে পারতাম না। এবং আমাদের এই সফলতার পেছনে রয়েছে কিন্তু হ্যাংআউটের অবদান। প্রতি বৃহস্পতিবার আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের পেছনে ব্যয় করেন। এটা খুবই ভালো বিষয়।
অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহেও যথাসময়ে আমাদের হ্যাংআউট শুরু হয়। এরপর একে একে সকল কার্যক্রম চলতে থাকে। যাইহোক শিক্ষা কুইজ বিনোদনের মধ্য দিয়ে বেশ ভালো সময় অতিবাহিত করেছি সবাই।
এটা সত্য বলেছেন, আমার বাংলা ব্লগ সকল দিক হতে নাম্বার ওয়ান হবে।
💖💖