দারুণ একটা উপদেশ ছিল আপু। এইরকম একটা সুন্দর নির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ।। কথাটা ঠিক বলেছেন যখন একই কাজে একই ভুল বার বার হয়। তখন একটা বিরতি নেওয়া উচিত। একটু ভেবে দেখা উচিত আমার ভুলটা কোথায় হচ্ছে। পরবর্তীতে আবার শুরু করা উচিত। তাহলে হয়তো আমরা সেটা কাটিয়ে উঠতে পারব। এবং একটা বিরতি নিলে কাজের মধ্যে সেই পুরানো উদ্যম টাও আবার ফিরে আসে।
জ্বি,তাই পুরো কাজটা চেক করা উচিত।