প্রতিযোগিতা ১১ || আমার নিজের কন্ঠে গাওয়া একটি গান || ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত কনটেস্ট ১১ মৌলিক গান এ অংশগ্রহণ করতে যাচ্ছি । এই কনটেস্টে আমি আমার গাওয়া একটি দেশাত্মবোধক গান আপনাদের মাঝে শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। দেশাত্মবোধক গান এর কথা আসলেই আমাদের দেশের মাটি আকাশ বাতাস এবং প্রকৃতির সৌন্দর্য চোখে ভেসে ওঠে। আজকে আমি আপনাদের মাঝে এই পদ্মা , এই মেঘনা এই গানটি গাইছি আশা করি আপনারা সবাই উপভোগ করবেন তবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমার মূল গানে চলে যাওয়া যাক।

এই পদ্মা এই মেঘনা লিরিক্স:

এই পদ্মা, এই মেঘনা
এই যমুনা সুরমা নদী তটে‌‌।(২ বার)
আমার রাখাল মন গান গেয়ে যায়
এই আমার দেশ, এই আমার প্রেম
আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।
এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে (২ বার )
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে।
এই পদ্মা, এই মেঘনা
এই হাজারো নদীর অববাহিকা।
এখানে রমণীগুলো নদীর মতন
নদী ও রমণীগুলো শুধু কথা কয়।
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে ( ২ বার)
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফুটে। আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে (২ বার)

গানটির সম্পূর্ণ ক্রেডিট

ধরণদেশাত্মবোধক গান
গীতিকারআবু জাফর
সুরকারফরিদা পারভীন ও আবু জাফর
গিয়েছেনফরিদা পারভীন

গান গাওয়ার উপরে আমার অভিজ্ঞতা।

আমি ব্যক্তিগতভাবে গান অনেক পছন্দ করে থাকি। আমি তেমন ভালো একটা গান গাইতে পারি না কিন্তু গান শুনতে অনেক বেশি পছন্দ করি। আমার বাংলা ব্লগ এর কল্যাণে আজকে আমার ভিডিও করে গান গাওয়ার প্রথমবারের মতো সুযোগ হলো। জানিনা গানটি কেমন হয়েছে কিন্তু আমি অনেক এক্সাইটেড ছিলাম তবে সামান্য একটু সমস্যার কারণে আজকে আমার মনটা অনেক খারাপ ছিল কিন্তু গান একটি গান গাওয়ার ভিডিও করার পরে মনটা যেন অনেক হালকা হয়ে গেল। ধন্যবাদ আমার বাংলা ব্লগ কে এমন সুন্দর একটি কনটেস্ট আয়োজন করার জন্য।

Screenshot_20211229_205549.jpg

  • আমার বাংলা ব্লগ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এর প্রমাণ

image.png

🫂ধন্যবাদ!!!🤵


ভিডিওগ্রাফার@emonv
ভিডিওগ্রাফি ডিভাইসVIVO Y12 A

image.png

[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

image.png

image.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  
 3 years ago 

আসলেই ভাই খুব সুন্দর একটি দেশাত্মবোধক গান উপস্থাপন করেছেন। আশাকরি আপনার চোখ দ্রুত ভালো হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা রইল ভাই। 🤩

 3 years ago 

সুন্দর গেয়েছেন গানটি। আগে মাঝে মধ্যে টিভি চ্যানেল এই গানটি শুনতে পেতাম। গানের কথাগুলো দারুন। আরো গাইবেন এবং আমাদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ।

 3 years ago 

বাহ ভাই অনেক সুন্দর একটি দেশাত্মবোধক গান গেয়েছেন গানটি অনেক সুন্দর হয়েছে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এরকম একটি দেশাত্মবোধক গান আমাদের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago (edited)

এই গানটি অনেক শুনতাম এক সময় টিভিতে। যাইহোক ভাইয়া অনেকদিন পরে আপনার কাছে থেকে শুনলাম এবং আপনার কন্ঠে গাওয়া গানটি খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রতিভা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য সবসময় শুভকামনা।

 3 years ago 

ভাইয়া,খুবই সুন্দর একটি দেশাত্মবোধক গান আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আমার খুবই ভালো লাগে এই গানটি প্রায় সময় এই গানটি আমি নিজে গায়। আপনার কন্ঠে এই গানটির সত্যিই অনেক সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি দেশাত্মবোধক গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব ভাল ছবি আমি সত্যিই আপনার পোস্ট ছবি দিয়ে পছন্দ করি আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ভাগ্যবান ধন্যবাদ 👍