মন ছুয়ে যাওয়ার মত একটা কবিতা, আমি একজন কৃষকের ছেলে আমি জানি ফসল ফলানো কতটা কষ্ট। দিন শেষে সকল কৃষকই চাই একটু শান্তিতে থাকতে তারা দুমুঠো ভাত এবং একটা থাকার জায়গা পেলেই খুশি। আপনার এই কবিতার মধ্য বাস্তবতার চিত্র ভেসে উঠছে বার,বার। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি সৃষ্টিশীল কবিতা আমাদের মধ্যে শেয়ার করার জন্য।