স্বরচিত কল্প কবিতা: মামুনিটা হারিয়ে গেছে। || Original poetry by me.

in আমার বাংলা ব্লগ3 days ago
স্বরচিত কল্প কবিতা :
মামুনিটা হারিয়ে গেছে


স্বরচিত কবিতা__20241127_215818_0000.jpg

সংগ্রহশালা

" পটভূমি এবং আলোকপাত "

মধ্যবিত্ত ঘরে ছোট ছোট সুখ গুলো অনেক বড় হয়ে ধরা দেয়। হঠাৎ করেই নতুন অতিথি আসার খবরে আনন্দের বন্যা বয়ে যায় পরিবারে। বাবুর জন্য কাঁথা সেলাই শুরু হয়, আর একটু একটু করে পয়সা জমানো শুরু হয় মাটির ব্যাংকে নবাগত অতিথির জন্য। হঠাৎ একদিন কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে সুন্দর কন্যা সন্তান। বাবার আনন্দ যেন আর ধরে না, তাড়াতাড়ি মিষ্টি বিতরণ করা হয়। স্ত্রী আর মেয়ে দু'জনের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয় গ্রামবাসীর কাছে।

ধীরে ধীরে বড় হতে থাকে মিষ্টি কন্যা অনন্যা। বাবার চোখের মনি যেন এই মেয়েটা। সাধ্যের মধ্যে যা কিছু সম্ভব সব এনে দেয়ার চেষ্টা করে বাবা। বাবা আর মেয়ে মিষ্টি সম্পর্ক এমন দুজন দুজনকে সারাক্ষণ চোখে হারায়। হঠাৎ একদিন অনন্যার গা গরম হয়ে আসে জ্বর, সেকি জ্বর কিছুতেই কমলো না। বাবা পাগলের মতো ছুটে চলে হাসপাতাল আর চিকিৎসকের দুয়ারে। কিন্তু কোন ঔষধ যেন কাজ করছে না তার। অনন্যা আর চোখ খুললো না, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পরে।

বাবা আর মায়ের আর্তনাদ যেন আকাশ ভেঙ্গে পড়লো। কিছুতেই বাবাটা আর স্বাভাবিক হতেই পারলো না, ধীরে ধীরে মানসিক রোগীতে পরিনত হয়ে যায়।

মামুনিটা হারিয়ে গেছে

ফুটফুটে শিশুর আগমনের বার্তায়
ছড়িয়ে আনন্দ মধ্যবিত্তের ডেরায়,
চলছে সেলাই নতুন কাঁথা
সুখের স্বপ্ন যেন রঙিন গাঁথা।

হঠাৎ আলো করে কোল
এসেছে নবীন মাচিয়ে সোরগোল।
চারিদিকে হৈচৈ আর আনন্দ
মিষ্টি এসেছে পাড়ার মানুষের জন্য।

বাবার চোখ যেন সরে না
মায়ার বাঁধনে বেঁধেছে ছোট্ট অনন্যা।
দিনে দিনে বাড়ে ছোট্ট শিশু
মায়া বেড়ে চলে তার পিছু পিছু।

বাবা ডাক শুনে মনে যেন তৃপ্তি
চুম্বন এঁকে কপালে মামুনি ডাকি।
মিষ্টি হাসি দেখে কষ্ট হয়েছে দূর
তাকে নিয়ে স্বপ্ন যাবো বহুদূর।

একদিন হঠাৎ গায়ে উঠেছে জ্বর
ছুটেছি হাসপাতালের কত দোর
আশার কথা কেউ শোনায়নি
মামুনি চোখ তো আর খুলেনি।

হারিয়ে গেছে মিষ্টি পরীটা আজ
আমার আকাশ অশ্রু জলের সাজ।
কতজনের স্বান্তনা আর বানী
কেউ জানেনা কষ্ট আমার কতখানি।

বিধাতার লীলা আর খেলা
বুঝিনা কেন আমায় নিয়ে এই গঞ্জনা।
নিতে তুমি আমার এই জীবন
কেন সুখ স্বপ্ন দিয়েও করলে হরন?



❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥

পৃথিবীর সব বাবাদের জন্য আমার এই কবিতাটি উৎসর্গ করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন।




Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 3 days ago 

পুশ প্রমোশন

Screenshot_2024-11-27-22-45-13-46_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-11-27-22-44-04-00_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2024-11-27-22-31-09-07_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg
 2 days ago 

আপনার কবিতা গুলো সব সময়ই ভিন্ন রকম হয়ে থাকে। বাবা মেয়ের চমৎকার একটি কবিতা। তবে শেষের দিকে এসে যখন দেখলাম মেয়েটি বাবাকে রেখে চলে যায় সত্যি ভীষণ খারাপ লাগলো। পৃথিবীর সকল বাবাদের জন্য সত্যি চমৎকার একটি কবিতা লিখেছেন। সব মিলিয়ে ভালো লাগলো। বাবা মেয়ের ভালোবাসা গুলো এভাবে চিরকাল অটুট থাকুক এই কামনাই করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।