আবারো স্বদেশ হসপিটালে স্ত্রীকে নিয়ে।
আমি এমন একজন মানুষ যাকে সৃষ্টিকর্তা মনে হয় একটু বেশিই পছন্দ করেন। 😄 মানে বোঝাতে চাইলাম তিনি প্রতি নিয়ত আমাকে বিপদ আপদের মধ্যে ডুবিয়ে রাখেন, তবে একটা ব্যাপার হলো আবার তিনিই সবকিছু থেকে উদ্ধার করার দায়িত্ব নেন। কিন্তু বেশ খানিকটা ভুগতে হয় এবং কষ্ট করতে হয়।
যাইহোক গত মাস দুয়েক আগে বলেছিলাম আমার স্ত্রী অসুস্থ এবং বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছে। ঢাকায় চিকিৎসা করানোর পর মনে হয়েছিল সে সুস্থ হয়ে গেছে। কিন্তু গত দশ বারো দিন থেকে সে আবারো অসুস্থতায় ভুগতে শুরু করেছে। পরিবারের গৃহিণী অসুস্থ থাকলে বাসার অবস্থা তো বুঝতেই পারেন সবাই। কি যে একটা অবস্থা বাসায় বলে বোঝাতে পারবো না। একদিকে আমার অফিসের কাজ অন্যদিকে সংসার আর অনলাইনের কাজ তো আছেই, সবমিলিয়ে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে।
যাইহোক গতকাল বেশ কিছুটা প্রস্তুতি নিয়ে চলে গেলাম ময়মনসিংহ শহরের সবথেকে ভালো এবং আধুনিক হাসপাতালে। এটা স্বদেশ হসপিটাল হিসেবে পরিচিত। যাইহোক তাকে চিকিৎসক দেখেই বেশ কিছু টেস্ট করতে দেন। তবে রোগির এতটাই চাপ সকালে গিয়ে রাত আটটা বেজে যায় শুধুমাত্র টেস্ট করাতে। অবশেষে সাড়ে আটটায় টেস্টের রিপোর্ট হাতে পেলাম।
ডাক্তার রিপোর্ট হাতে পেয়ে যা বলেছেন তা সত্যিই ভালো কিছু না। তার একটা সার্জারি করতে হবে এবং সেটা খুব তাড়াতাড়ি, আর মোটামুটি বেশ কিছু টাকার বড় ধাক্কা। কথাগুলো শুনে খুব চিন্তিত হয়ে পরলাম কারন স্বল্প আয়ের মানুষের জন্য বড় ধরনের খরচ হুট করে সামলানো খুব মুশকিল।
যাইহোক আমি চেষ্টা করে যাচ্ছি পুরো ব্যাপারটা ভালো ভাবে সামলাতে। আসলে সৃষ্টিকর্তা আমার হাত কখনো ছেড়ে দেননি এবং আমি তার প্রতি শতভাগ বিশ্বাস স্থাপন করি সবসময়ই।
সবাই দোয়া করবেন, আমি যেন এই বিপদ থেকেও খুব তাড়াতাড়ি বের হতে পারি এবং স্ত্রীকে সুস্থ করে আনতে পারি। সবার দোয়া কামনা করছি 🤲
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
রোগ,শোক, হাসি ও আনন্দ নিয়েই আমাদের জীবন ভাইয়া। আপনার এখন খারাপ সময় যাচ্ছে বুঝতে পারছি। তবে ভেঙ্গে পড়বেন না। সামনে সব ঠিক হয়ে যাবে। আপনার স্ত্রী তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুক, এই কামনা করি। আপনিসহ আপনার স্ত্রীর জন্য শুভ কামনা। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য।
দোয়া করবেন, বেশ ঝামেলার মধ্যে রয়েছি।
ব্যাপার টা শুনে খারাপ লাগল ভাই। মধ্যবিও মানুষের জন্য সার্জারি ব্যাপার টা একটু ঝামেলার। আল্লাহ্ আপনাকে এই জায়গা থেকে উদ্ধার করুক। আশাকরি আপনার স্ত্রী দ্রুতই সুস্থ্য হয়ে যাবে।
প্রথমেই ভাবির সুস্বাস্থ্য কামনা করছি। একের পর এক বিপদ যেনো পিছু ছাড়ছে না। ধৈর্য্য ধরুন সৃষ্টিকর্তা ঠিক কোন না কোন ভাবে ব্যবস্থা ঠিকই করে দিবেন। দোয়া এবং শুভ কামনা রইলো।
প্রথমেই ভাবির সুস্বাস্থ্য কামনা করছি এবং মনের অন্তস্থল থেকে দোয়া করছি ভাবি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন সৃষ্টিকর্তা যাকে বেশি পছন্দ করেন তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। ধৈর্য ধরুন ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।