আমার তোলা আলোকচিত্র:) প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে 🌳(পর্ব -০৮)
🌳 প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে 🌳 |
---|
🌳 সুত্রপাত 🌳
শুভ দুপুর #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। তবে একটা ব্যাপার হচ্ছে সৌন্দর্য বোঝার সক্ষমতা থাকতে হবে। একটি ছবি শুধুমাত্র ছবি নয় এখানে থাকে একজন মানুষের ধৈর্য, পরিশ্রম এবং সৃজনশীল চিন্তা চেতনার প্রয়াস। তাই প্রতিটি সৃজনশীল কাজ অবশ্যই সম্মান পাবার যোগ্যতা রাখে। আজ চেষ্টা করছি কিছু ছবি উপস্থাপন করার, তো চলুন শুরু করি।
🌳 প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে 🌳
ছবির অবস্থান :- সংযুক্তি
ছোট্ট বুনো ফুল আমার পছন্দের তালিকায় সবসময়ই ছোট বুনো ফুল থাকে। সত্যি বলতে আমি ঘাসের মাঝে এদের খুঁজতে পছন্দ করি। বাহারি রঙের এই ফুলগুলো সচরাচর কেউ তেমন খেয়াল না করলেও, তারা তাদের সৌন্দর্য ছড়িয়ে দেয় প্রকৃতির মাঝে।
ছবির অবস্থান :- সংযুক্তি
পুদিনা ফুল এগুলো ভীষণ ছোট্ট। কদিন আগে খালাতো ভাইদের বাসায় গিয়েছিলাম, তাদের ছাদে অসংখ্য পুদিনা গাছ রয়েছে। ফুলের ছবি তুলতে গিয়ে খেয়াল করলাম পিঁপড়ে এই ফুলের মধু খেতে ব্যাস্ত। তবে পুদিনা ফুল আমি প্রথম দেখলাম। দুধ সাদা ফুল আমায় মুগ্ধ করেছে আর পিঁপড়ের কথা কি বলবো।
ছবির অবস্থান :- সংযুক্তি
লিপস্টিক গোলাপ দারুন একটি ফুল। বিশেষ করে সবুজ পাতার মাঝে এর সৌন্দর্য অকৃত্রিম। আমার মনে হয় যদি এর অসংখ্য ছবি তুলি তারপরও আমার তৃপ্তি মিটবে না। সত্যিই সুন্দর ফুলটি।
ছবির অবস্থান :- সংযুক্তি
দুষ্টু মাকড়সা লুকোচুরি খেলছে। আমার বারান্দা বাগানে পুঁইশাক গাছের পরিচর্যা করতে গিয়ে এই দুষ্টু মাকড়সার সন্ধান পাই। আমি সবুজ পুঁইশাক পাতার মধ্যে দিয়ে তার ছবি তুলেছি। কয়েকটি তোলার পর সে বেশ লুকোচুরি খেলা শুরু করে। আমি বেশ কায়দা করে ছবি তুলেছি। কেমন লাগছে তাকে আশাকরি জানাবেন।
ছবির অবস্থান :- সংযুক্তি
রঙিন মাছি সবুজ পাতার ফাঁকে। এর ছবি তোলা বড্ড কঠিন কাজ। সে এক জায়গায় বসে থাকার পাত্র নয়। ভীষণ ছুটোছুটির মাঝে তার ছবি তুলতে পেরেছিলাম।
🪴 পরিশেষ 🪴
এই ছিল আমার আজকের আয়োজন। ছবি তোলার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, ধরুন একই ফুলের ছবি আপনি একরকম তুলেছেন। কিন্তু সেই ছবি আমি তুললে হয়তো আরো সুন্দর দেখায়। এখানে বিষয়টি হচ্ছে যখন ছবি তুলতে যাবেন তখন একটু ভিন্ন এনগেল কিংবা কিছুটা সৃজনশীল চিন্তা চেতনার সাথে ছবি তুলবেন। সময় এবং ধৈর্য অনেক বড় ব্যাপার যা সব কাজে সফলতা নিয়ে আসে।
হা হা 😄 অনেক জ্ঞান দিলাম তাই না ? যাক মনে কিছু করবেন না আশাকরি। সত্যি বলতে এমন অনেকের ছবি দেখি একটু আফসোস লাগে, যদি একটু ধৈর্য এবং চিন্তা করে ছবি তোলেন তাহলে কতই না সুন্দর হতো। যাক অনেক বকবক করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
আপনার আলোকচিত্রগুলো ব্যতিক্রম যা দেখতে আমার অনেক ভালো লাগে। আর আপনি প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে কেন জানি সৌন্দর্যকে উঠিয়ে নিয়ে সবার মাঝে তুলে ধরেন এ জন্য আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
প্রকৃতি হলো আমাদের প্রানশক্তি আর এর থেকে সুন্দর জিনিস আর কিছু নেই। তাই চেষ্টা করি কিছু সুন্দর ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে।
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
https://twitter.com/emranhasan1989/status/1578312326302040064?t=Cqbl5ICwzfffx7kmbtGp9w&s=19
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার দিনটি ভালো কাটুক ✨
ভাই আপনি একদম ঠিক কথাই বলেছেন, একটি ছবি শুধুমাত্র ছবি নয় এখানে থাকে একজন মানুষের ধৈর্য, পরিশ্রম এবং সৃজনশীল চিন্তা চেতনার প্রয়াস। আপনার এই কথাকে আমি মনে প্রানে বিশ্বাস করি। আর সে দিক থেকে আজ আপনার আলোকচিত্র সেই প্রয়াসের বিকাশ ঘটিয়েছে। কি দারুন লাগছে প্রতিটি আলোকচিত্র তা ভাষায় বলে বোঝাবার নয়। ভাই আমি এর আগে কখনো পুদিনা ফুল দেখিনি, আপনার পোস্টেই এই প্রথম পুদিনা ফুলটি দেখতে পেলাম। ভীষণ ভালো লাগলো ভাই, আপনার আলোক চিত্র "প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে"। ধন্যবাদ
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Very perfect photoshoot. I wonder, what kind of applications did you use when taking macrophotos my friend?.
অনেক ধন্যবাদ ভাই, চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই। আমি ম্যাক্রো ছবি তুলতে কোন এপস ব্যাবহার করিনা। এটা আমার মোবাইলে রয়েছে।
আমার মোবাইল ক্যামেরা হলো রিয়েলমি সি-২৫ এস। 🤗 এখন বর্তমান সময়ে মোটামুটি সব ফোনেই এটি রয়েছে।।।
একটি ছবি শুধুমাত্র ছবি নয় সেখানে থাকে একজন মানুষের ধৈর্য পরিশ্রম এবং সৃজনশীলতা এই কথাটি আমার অনেক পছন্দ হয়েছে। কারণ আমরা ছবি তুলি যাতে আমাদের ছবিগুলো দেখে মনে প্রশান্তি পাওয়া যায় সেই লক্ষ্যে। আসলে দারুন হয়েছে ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো। লিপস্টিক গোলাপ নামটা শুনে খুব ইন্টারেস্টিং লেগেছে। ছোট বুনো ফুল ও পুদিনা ফুলও দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ।
সত্যিই তাই একটা ছবি মানে অনেক কিছু।
একটু ধৈর্য আর দক্ষতার সাথে ছবি তুললে সেটা মূল্যবান সম্পদ হয়ে ওঠে।
দোয়া রইল আপনার জন্য।
ভাই আপনার তোলা আলোকচিত্রটি অসাধারণ হয়েছে। আপনি খুব যত্ন করে আলোকচিত্রটি করেছেন বোঝা যাচ্ছে। আমার কাছে পোস্টটি অনেক সুন্দর লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে।
ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।
কোন ছবিগুলো আপনার বেশি ভালো লেগেছে?