ইলমার স্কুলে ক্লাস পার্টির মূহুর্ত। || Enjoy with knowledge ❤️ (part 1)
শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে ভীষণ আনন্দঘন একটা ব্যাপার নিয়ে পোস্ট সাজিয়েছি।
গতকাল শনিবার ছিল আমার মেয়ে ইলমার ক্লাস পার্টি। আসলে শুধু ক্লাস পার্টি বললে ভুল হবে কারণ এখানে ছিল কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাওয়া দাওয়ার পর্ব। সবমিলিয়ে খুব আনন্দঘন একটা পরিবেশ ছিল।
যথারীতি সকাল সকাল আমার ছেলে মেয়ের মাঝে ভীষণ উত্তেজনা কাজ করছিল। শনিবার দিন আমার অফিসের চাপ একটু কম থাকে তাই মেয়ে আবদার করে বসলো ওর সাথে আজকে স্কুলের ক্লাস পার্টিতে যেতেই হবে। ওর আবদারে দ্রুত সবাই তৈরি হয়ে গেলাম।
এগারোটার দিকে স্কুলে প্রবেশ করে প্রথমেই কেক কাটার জন্য ক্লাসে ইলমা আর ইয়ান বসে গেল। প্রধান শিক্ষক আমাকে চেনেন এবং ভীষণ সম্মান করেন। তিনি আমাকে দেখেই ভীষণ খুশি হলেন, যাইহোক খুব কাছ থেকে ছবি তোলার সুযোগ পেলাম এবং সবকিছু উপভোগ করতে লাগলাম।
প্রধান শিক্ষক মহোদয় এতো মিশুক মানুষ বুঝতে পারিনি আগে, তিনি বাচ্চাদের সাথে রীতিমতো আনন্দে মেতে উঠলেন। তিনি সবার মাথায় পার্টি স্প্রে দিতে লাগলেন, ব্যাপারটা সত্যিই দেখার মতো ছিল এবং বাচ্চারা আনন্দে আত্মহারা।
এরপর একটি ছোট্ট মেয়েকে সাথে নিয়ে কেক কাটলেন প্রধান শিক্ষক মহোদয়। সবাই বেশ উচ্ছ্বসিত হয়ে কেক কাটা উপভোগ করেছিল। এর মধ্যে প্রধান শিক্ষক আমাকে সামনে ডেকে নিয়ে কেক খাওয়ালেন, ব্যাপারটা সত্যিই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
এরপর শিক্ষিকা গন কেক কেটে প্রতিটি বাচ্চাকে নিজের হাতে কেক খাওয়ালেন। সত্যিই দেখার মতো একটা দৃশ্য, তারা বাচ্চাদের প্রতি কতটা কোমল তাদের আচরণে স্পষ্ট বুঝতে পারলাম। ভালো লাগছিলো এরকম একটা স্কুলে আমার মেয়ে পড়াশোনা করছে।
যাইহোক আজকের পর্ব এতো টুকুই, সামনের পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বেশ কিছু দারুন মূহুর্ত রয়েছে। আশাকরি সাথেই থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
পুশ প্রমোশন
ইলমার স্কুলে ক্লাস পার্টির মূহুর্ত আপনি ছিলেন জেনে ভালো লাগলো। শিক্ষক এবং শিক্ষিকা বাচ্চাদের অনেক আদর করে ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে। সুন্দর একটি সময় উপভোগ করেছেন বোঝা যাচ্ছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ইলমা এবং ইয়ান বাবুর জন্য দোয়া এবং শুভ কামনা রইল ❣️
অনেক ধন্যবাদ লিমন।
সামনের পর্বটি দারুন হবে, আশাকরি সাথেই থাকবে।
সম্পূর্ণ বিষয়টি আপনার মেয়ে ভীষণ এনজয় করেছে বোঝাই যাচ্ছে ভাই। কেকের উপর লেখা আছে 'এনজয় উইথ নলেজ '। এই বার্তাটি আমার ভীষণ ভালো লাগলো। নলেজকে খুশির জায়গায় নিয়ে যাওয়া হলো আসল মুন্সিয়ান। কেক কেটে প্রধান শিক্ষকের সঙ্গে একটি সুন্দর সময় আপনি মেয়ের সঙ্গে থাকতে পেরেছেন। দারুন সুন্দর হয়েছে পোস্টখানি।
Thank you for following our account. We will try to support your articles for a week.
ইলমার স্কুলে ক্লাস পার্টির মূহুর্ত খুবই সুন্দর ছিল দেখেই বোঝা যাচ্ছে। আপনিও পার্টিতে উপস্থিত ছিলেন তা জেনে ভালো লাগলো। শিক্ষক মন্ডলীরা শিক্ষার্থীদের সঙ্গে খুবই আন্তরিক ছিল তা আপনার ফটোগ্রাফি দেখে বুঝা যাচ্ছে। পরবর্তী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের দারুন মূহুর্ত উপভোগ করার অপেক্ষায় রইলাম।