মন পরিষ্কার তো দুনিয়া পরিষ্কার।|| The mind is clear, the world is clear.

in আমার বাংলা ব্লগ12 days ago
মন পরিষ্কার তো দুনিয়া পরিষ্কার

ছবিটি কেনভা দিয়ে তৈরি

মন বড় জটিল জিনিস। কেউ মনে মনে চিন্তা করে এক আবার হয়ে যায় আরেক। কেউ মানুষের ভালো চিন্তা করে দিন কাটায় আবার কেউ মানুষ ক্ষতি করার পরিকল্পনা মনে আটতে থাকে। কেউ আবার মনে মনে মনকলা খায়, আবার কেউ কেউ মনে মনে সুখের সাগরে গা ভাসায়।
যে যাই বলুক আমি মনে করি মন আমাদের শরীরকে এবং পারিপার্শ্বিক পরিবেশকে নিয়ন্ত্রণ করে। ধরুন আজ মনে মনে চিন্তা করলেন দুপুর বারোটা পর্যন্ত ঘুমাবো আর অলস দিন কাটাবো। সেদিন দেখবেন শরীর বিছানার সাথে আঠার মতো লেগে যাবে, পেটের খিদে পেটের মধ্যেই হজম হয়ে যাবে। চোখে মনে হবে কয়েক মাসের ঘুম হঠাৎ জমা হতে থাকবে। মানে আপনি আপনার মনকে দিয়ে শরীরকে পুরোপুরি অলস বানিয়ে ফেললেন। সেদিন দেখবেন ঘরের পর্দাগুলো আরো একটু চাপিয়ে দিয়ে ঘর অন্ধকার করে রাখার বন্দোবস্ত করা হবে। সবমিলিয়ে শরীর এবং পরিবেশ সবকিছু অলস কর্মকাণ্ড ঘটাতে থাকবে।

মনে মনে কাউকে সবেমাত্র ভালোবেসেছেন। দেখবেন চোখে মুখে আর বডি ল্যাঙ্গুয়েজে প্রেমের লাড্ডু ফুটতে শুরু করবে। যে ছেলে চুল কাটাতো বাড়বি তেছড়া না হলে, সেই ছেলে সপ্তাহে সপ্তাহে চুলের কাটিং বদলাবে। মনের বসন্তের হাওয়া লাগিয়ে বাইকের একটু স্পিডটা বাড়িয়েই চালাবে। সুবোধ বালকটাও মনে মনে পরিকল্পনা করবে কিভাবে বাবার পকেট মেরে বান্ধবী নিয়ে চাইনিজে যাওয়া যায়।

গরিব বাবা মনে মনে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার আরো কতো কি বানিয়ে ফেলে, তার কোন ঠিক নেই। অথচ তার নুন আনতে পান্তা ফুরায়, ঠিকমতো কাপড় চোপড় দিতে পারে না সন্তানদের। দেখা যায় একটা সময় সেই কষ্টে বড় হওয়া সন্তানগুলো একদিন ঠিক মানুষের মতো মানুষ হয়ে বাবার মুখ উজ্জ্বল করে। সৃষ্টিকর্তা হয়তো সেই সৎ আর পরিষ্কার মনের কথাগুলো তার গায়েবি খাজানা থেকে পূরন করে থাকে। সেই নেক মনে কথাগুলো সন্তানদের মাথার উপর দোয়ার উছিলা হিসেবে প্রতিয়মান হয়।

এলাকার নেতার চামচা হঠাৎ করেই ভোটে দাঁড়িয়ে যায় এক বুক লালসা নিয়ে। দেখা যায় মনের মাঝে টাকার পাহাড় আর অবৈধ কাজের মহা উৎসবের বাদ্য বাজতে থাকে। আসলে এদের সৃষ্টিকর্তা কিছুটা পরিক্ষা করার জন্য সম্পদ দেন, দেখা যায় এরা এমনভাবে ধন সম্পদ আত্মসাৎ করতে শুরু করে যে মনে হয় এই খিদে আর কোনদিন মিটবে না। আবার শেষে সৃষ্টিকর্তা ক্রসফায়ার কিংবা অপঘাতে মৃত্যুও কপালে লিখে দেন।

এক সম্পদশালী মানুষ, যতটা তার টাকা আছে তার থেকে তার ভুড়িটা বড় হতে চলেছে। ঠিক ততটা বড় কেউ যদি একটু নিচের দিকে বসে, ভুঁড়ির আয়তনের কারনে দেখা যাবেনা 😄 লোকটা যতটুকু খাবার দরকার তার থেকে তিনগুণ বেশি খায়। অথচ পাশের বাড়ির মানুষটা দু বেলা দুমুঠো খাবার খেতে পারে না। এখানে তার শরীরের আয়তন বড় হলেও মনটা বড় হয়নি বরং মনে গরিবের প্রতি তুচ্ছতাচ্ছিল্যের ভাব তৈরি হয়েছে। দেখা যায় ভুঁড়িওয়ালা লোকটা খেতে খেতে একদিন ঠুস করে স্ট্রোক করে মারা গেলো। আর গরিব সেভাবেই বেঁচে রইলো শতবছর।

যাইহোক মন আর মানসিকতার বেশ কিছু ধাপ আর পরিস্থিতি লিখার চেষ্টা করেছি উপরে। দেখুন মনকে আপনি যেভাবে নিয়ন্ত্রণ করবেন মন সেভাবেই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ধরুন আপনি সম্পদশালী, এখন যদি নিজের মনকে বোঝাতে সক্ষম হোন এই সম্পদ ক্ষণস্থায়ী এবং আমি যেকোন মুহূর্তে সব ছেড়ে দিয়ে পরপারে পাড়ি জমাবো। তাহলে আপনি সম্পদের সঠিক ব্যবহার করবেন এবং সবসময় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

মন পরিষ্কার থাকলে কখনোই কোন খারাপ চিন্তা মাথায় আসবে না কারন সৃষ্টিকর্তা সব দেখেন। দেখা যাবে এই ভিতির কারনে মানুষটা কখনোই আর খারাপ কিছু চিন্তা করতে পারে না।

সৃষ্টিকর্তা সবসময়ই ভালো এবং পরিষ্কার মানুষের সাথে থাকেন। নিশ্চয়ই তার কাছে গরিব এবং মন পরিষ্কার মানুষ সহস্র মানুষ থেকে উত্তম।
মনের পরিচ্ছন্নতা জীবনে এনে দেয় অনাবিল প্রশান্তি এবং আত্মিক শুদ্ধতা।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 12 days ago (edited)

মনের পরিচ্ছন্নতা জীবনে এনে দেয় অনাবিল প্রশান্তি এবং আত্মিক শুদ্ধতা।

উপরের কথা গুলো একদমই সঠিক বলেছেন। মন পরিষ্কার তো দুনিয়া পরিষ্কার। আপনার এধরনের জেনারেল রাইটিং গুলো মধ্যে সব সময়ই শিক্ষনীয় বিষয় লক্ষ্য করি। সৃষ্টিকর্তা গরিব মানুষদের কে বিভিন্ন ভাবে পরিক্ষা করে থাকেন। কারন হচ্ছে সৃষ্টিকর্তা গরবি মানুষদের কে বেশি ভালো বাসেন। সম্পদশালী মানুষ তো সারাদিন শুধু কুটনীতি বুদ্ধি নিয়ে পড়ে থাকে। হঠাৎ করে দেখা যায় এধরনের লোক গুলো বেশি দিন বাঁচে না। গরবি মানুষের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। আপনার লেখা গুলো থেকে প্রতিনিয়ত শিখতেছি। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 11 days ago 

ভাই কথাগুলো বেশ ভালো লেগেছে। যারা নতুন প্রেমে পড়বে তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু ঠিক একই রকম হয় অনেকেই কিন্তু এই পোস্ট থেকে বাস্তব জীবনের শিক্ষা নিবে হা হা হা।

 11 days ago 

মনের বসন্তের হাওয়া লাগিয়ে বাইকের একটু স্পিডটা বাড়িয়েই চালাবে।

কথাটা ঠিকই বলেছেন ভাই হা হা। আমাদের মনের উপর নির্ভর করে আমরা পরবর্তীতে ঠিক করতে চলেছি বা কার প্রতি কী ধারণা পোষণ করছি। তবে আমি কিন্তু ঐ নিয়মটা খুব মেনে চলি আমি ভালো তো জগত ভালো।

 11 days ago 

ভাই আজকে আপনি চমৎকার একটি পোস্ট উপহার দিলেন। আপনি ঠিক বলছেন মন পরিষ্কার তো দুনিয়া পরিষ্কার। মন পরিষ্কার থাকলে কখনোই কোন খারাপ চিন্তা মাথায় আসবে তার কারন সৃষ্টিকর্তা তাকে সব দেখেন এবং পাশে থাকেন। মন আমাদের শরীরকে এবং পারিপার্শ্বিক পরিবেশকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই ভালো মন মানসিকতা মানুষের জীবনে একটি বৈশিষ্ট্য। মনের পরিচ্ছন্নতা জীবনে এনে দেয় অনাবিল প্রশান্তি ও সুখ শান্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিক্ষনীয় একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 11 days ago 

আসলে বেশিরভাগ মানুষেরই মন মানসিকতা অনেক বেশি খারাপ। মন মানসিকতা খারাপ থাকলে আপনার কাছে কোন কিছুই ভালো মনে হবে না। সবকিছুকেই খারাপ মনে হবে। কিন্তু মন মানসিকতা যদি ভালো থাকে, তাহলে সবকিছুকেই ভালো লাগবে এবং ভালো মনে হবে। আসলে গরিব মানুষগুলো নিজের সন্তানদেরকে অনেক বড় পদে দেখতে চায়, মানুষের মতো মানুষ করতে চায়। আর তারা তাদের সেই কষ্টের ফল একদিন না একদিন অবশ্যই পায়। অনেক সুন্দর করে আপনি আজকের লেখাটা লিখেছেন দেখে ভালো লাগলো।

 11 days ago 

সব মানুষের মন পরিষ্কার থাকার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ সবার মন পরিষ্কার থাকলেই দুনিয়াটা পরিষ্কার থাকবে। আর মানুষের মন যদি পরিষ্কার না থাকে, তাহলে কখনোই দুনিয়াটা পরিষ্কার থাকবে না। যাদের মন পরিষ্কার না তারা সবার জন্যই বিপদজনক। কারণ তাদের চোখে কোনো কিছু, এমনকি কেউই কখনো ভালো থাকে না। সব সময় খারাপই থাকে। যাদের মন পরিষ্কার সব সময় ভালোটাই চিন্তা করে, তাদের পাশে মহান সৃষ্টিকর্তা থাকেন। সৃষ্টিকর্তা তাদেরকে খুশি করে দেয় কোনো না কোনো ভাবে। শিক্ষামূলক লেখাটা লিখেছেন দেখে ভালো লাগলো।

 11 days ago 

বাহ আপনি তো খুব সুন্দর একটি পোস্ট করেছেন। মন পরিষ্কার তো দুনিয়া পরিষ্কার। বর্তমান সময়ে ভালো মানের মানুষ খুব কমে দেখা যায়। তবে এটি ঠিক অনেক সময় দেখা যায় মনের আবেগে অনেকেই অনেক কিছু করে ফেলে। নেতার চামচা নির্বাচনে দাঁড়িয়ে যায় আবেগের কারণে। আর যদি নিজের মন ভালো থাকে তাহলে শরীরের মধ্যে আলাদা একটা অনুভূতি থাকে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য আমাদের মাঝে।

 11 days ago 

সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাইয়া।এটা ঠিক বলেছেন মন পরিষ্কার তো দুনিয়া পরিষ্কার। এই বিষয়টি নিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করলেন।আর সুন্দর কিছু উদাহরন তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 10 days ago 

নিজে ভালো তো জগৎ ভালো।এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত।আর কথাটিও ঠিক।আমরা কোনো কিছু পজেটিভ ভাবে নিলে সেই বিষয়টি একভাবে প্রতীয়মান হবে আমাদের সামনে আর বিষয়টি যদি নেগেটিভ হয় সেটি আরো ব্যাপকভাবে প্রতীয়মান হবে।তাই আমাদের মনকে পরিষ্কার করতে হবে।ছোট খাটো বিষয়গুলো পজেটিভলি হ্যান্ডেল করতে হবে।পোস্টটি খুব ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।