You are viewing a single comment's thread from:
RE: অন্যের পোস্ট পড়া কেন জরুরি?? [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]
আমি একটি বিষয় লক্ষ্য করে দেখেছি আমি যদি কোন ড্রইং পোস্ট করি বা কোন ফটোগ্রাফি পোস্ট করি সে ক্ষেত্রে কমেন্টে সংখ্যা অনেক বেশি থাকে কিন্তু যখন জেনারেল রাইটিং করি বা মোটিভেশনাল পোস্ট করি সে ক্ষেত্রে দেখা যায় কমেন্টের সংখ্যা খুবই কম।
আমার ও একই সমস্যা ভাই আমি কোন গল্প কিংবা জেনারেল রাইটিং করি তখন কেউ পোস্টটি পড়তে চায়না। আসলে আমরা যখন পোস্ট লিখি তখন সেটা সময় নিয়ে অনেক চিন্তা ভাবনা করে সেটা করি, কিন্তু সত্যিই তার উপযুক্ত মূল্যয়ন পাইনা। এমনকি হাতে গোনা দুই একজন ছাড়া পোস্টে কমমেন্ট করতে চায়না । সত্যিই খারাপ লাগে। সবার আসলে এধরনের পোস্ট পড়া উচিত নয়ত সত্যিই আগ্রহ নষ্ট হয়ে যায়।
বিষয়টি আজ চিন্তা ভাবনা করে আজকের এই পোষ্টটি লিখেছি। তবে আমি মনে করি সবার একটু সতর্ক হয়ে একটু নিজের কাজকে গুরুত্ব দেওয়ার বেশি জরুরি।