You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯
স্বপ্ন যখন ঘুমের ঘোরে
চোখের পাতা এক করে
দুঃস্বপ্নেরা যেন ঘিরে ধরে
কান্না হয়ে ঝরে পরে।
মনের যত স্মৃতির গাঁথা
জীবন যেন ধরছে ধাঁধা
বয়ে চলেছে সময়ের স্রোত
পাইনি সুখের সুপ্তধারা।
বুকের ভেতর কষ্টেরা যখন
পরিহাস করে নিজের মতন
আশার দুয়ার খুলে দাড়াই
সুখের আশায় করছি লড়াই।
কবিতায় বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ ভাই, চেষ্টা করেছি নিজের মতো করে উপস্থাপন করতে।