You are viewing a single comment's thread from:

RE: স্টিমিট-কে জনপ্রিয় করে তুলতে টুইটার, ইউটিউব, টেলিগ্রামএবং ফেসবুকের ব্যবহার

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আমি আমার মতো করে কিছু বলার চেষ্টা করছি।

প্রথমত আমাদের একটি স্বয়ংসম্পূর্ন এপস দরকার। যেখানে অনেকগুলো ফিচার থাকবে।

  • পোস্ট লিখার অপশন থাকবে। পোস্ট করার পর কিছু সময় পেন্ডিং থাকবে এবং একটি স্বয়ংক্রিয় ব্যাবস্থা তা প্লাগারিজম চেক করে পোস্ট আপলোড করবে।

  • সংক্ষিপ্ত ভিডিও আলাদা অপশন থাকবে। এক্ষেত্রে স্বয়ংক্রিয় ব্যাবস্থা থাকতে হবে যাচাই বাছাই করার জন্য, যা কিছু সময় পেন্ডিং থাকবে। সবশেষে সম্পূর্ণ ইউনিক কন্টেন্ট আপলোড হবে।

  • চ্যাট অপশন থাকতে হবে, সবার সাথে যোগাযোগের জন্য। এরসাথে চ্যাট অনুপাতে কিছু পয়েন্ট থাকবে। এখানেও একটা স্বয়ংক্রিয় ব্যাবস্থা একমাত্র ইউনিক কথাগুলো কাউন্ট করবে এবং পয়েন্ট প্রদান করবে।

  • বিভিন্ন সোস্যাল মিডিয়াতে পোস্ট লিংক প্রদান করলে একটি আলাদা ট্যাগ ব্যাবহারের মাধ্যমে সরাসরি পোস্টের সাথে সংযুক্ত হবে এবং সরাসরি একটি বোট পোস্টে কমমেন্ট করবে লিংক এবং ছবিসহ। সবশেষে সোস্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য সাতদিন পর কিছু পয়েন্ট অটোমেটিক একাউন্টে যুক্ত হবে।

  • শক্তিশালী সার্চ ইঞ্জিন থাকতে হবে, যার মাধ্যমে খুব সহজেই কোন ব্যাক্তি বা গুরুত্বপূর্ণ কনটেন্ট সহজেই খুঁজে বের করা যাবে।

  • সোস্যাল মিডিয়াতে পোস্ট শেয়ারসহ প্রতিটি এক্টিভিটিজের উপর পয়েন্ট থাকতে হবে এবং তা কনভার্ট করে একে অপরের পোস্ট বুষ্টিং করে যাতে আপভোট প্রদান করা যায়। এতে সবাই তাদের এক্টিভিটিজ এমনিতেই বৃদ্ধি করবে।

  • জনপ্রিয় কিছু খেলা সংযুক্ত করা যেতে পারে। যার মাধ্যমে ভার্চুয়ালি সবার সাথে যুক্ত হয়ে বিনোদন নেয়া যাবে তাছাড়াও লেবেল আপগ্রেডেশনের সাথে সাথে কিছু পয়েন্ট যোগ করা যার কনভার্ট করার মাধ্যমে একে অপরের পোস্ট বুষ্টিং সুযোগ থাকবে।

দাদা আপাতত এগুলোই মাথায় এসেছে।
ভুল ত্রুটি মার্জনা করবেন।