You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৮

in আমার বাংলা ব্লগ7 months ago

আমি বছরের পর বছর পাহাড়সম অভিমান
এ বুকে জমাই;
নাগরিক সভ্যতার কোলাহল ছাড়িয়ে
নগ্ন মাটির সাথে মিশে যেতে চাই ।
তোমাদের কথার অভিনয়ে আমার ইচ্ছের নদীতে
আজ বান ডেকে যায়;
বানভাসি সেই তীরেই ব্যস্ত তাই
আমার মৃত স্বপ্নের সারিবদ্ধ সমাধি রচনায়।

আমি দিনের পর দিন কষ্টের
নীল গালিচা
এ হৃদয়ে বিছাই;
রঙিন দুনিয়ার মোহ ছাড়িয়ে
সবুজ ঘাসের মাঝে বিলীন হতে চাই।
তোমাদের মিথ্যার ছলচাতুরীতে আমার
মন যমুনায়
আজ ঝড়ের পূর্বাভাস;
প্লাবনভূমির সেই মাটিতে হবে
আমার ভরসা আর আশার সলিল
সমাধি।