You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭২

in আমার বাংলা ব্লগ6 months ago

মনে আমার ঝড়ো হাওয়া, আকাশে করেছে মেঘ।
যখন-তখন নামবে বৃষ্টি, ঝরবে সব আবেগ।
বাতাস যেন আপন কেউ, কানে কানে বলে সব।
পাখিরা আবার দল বেঁধে, করে কলরব।

মনে আমার বর্ষার ঘনঘটা, চোখের জলে হৃদয় করেছে স্নান।
যখন-তখন ভাসবে জলে, প্রেমে হয়ে প্রত্যাখান।
কষ্টেরা যেন আপন আমার, হৃদয়ে বাড়ায় তীব্র জ্বলুনি।
বুকে রোয়া ভালোবাসার বীজ, আলোর মুখ আর দেখেনি।

Sort:  
 6 months ago 

দারুন ছিলো ভাই।

 6 months ago 

বাহ্ ভাই বেশ চমৎকার লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile