You are viewing a single comment's thread from:
RE: যার মাথায় তেল আছে তাকে আরো বেশি তেল দিয়ে থাকে। মৃত্যুই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা।
জীবনের এই পর্যায়ে এসে প্রতিটি পদে পদে তা দেখতে পেলাম। যে যতো বেশি তেলবাজ সেই ততো বেশি সফল এইটা বাস্তবতা।
যাক ভালো লাগলো অন্তত জীবনের এই পর্যায়ে এসে জীবনের চরম সত্যটা খুব কাছ থেকে উপলব্ধি করেছেন। আমি আপনার প্রতিটি কথার সাথে সহমত পোষণ করছি। আমি নিজেও প্রতিটি জায়গায় দেখছি, তেলবাজীর বদৌলতে কত লোক সুবিধা ভোগ করে যায়। আবার যার আছে তাকে আর একটু বেশি দেয়ার চেষ্টা দেখলে মাথায় রক্ত টকবক করে। তবুও ধৈর্য্য পরীক্ষা দিয়ে যাচ্ছি।
পরামর্শ থাকবে ছোটভাই, নিজেকে শান্ত রাখো এবং সৃষ্টিকর্তার উপর একটু ভরসা করো।
নিশ্চয়ই তিনি সব দেখেন এবং তিনি উত্তম পরিকল্পনাকারী।
সৃষ্টিকর্তার নিশ্চয়ই তিনি সব দেখেন এবং তিনি উত্তম পরিকল্পনাকারী। এই কারণে এখনো বেঁচে আছি। ধন্যবাদ আপনাকে ভাই।